পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ቈሕ ,জাপন জাতীয় লোকদিগকে হিন্দুস্থানে সপরিবারে বাস করিবার আজ্ঞা দিলেক ; সেই অবধি এব• ই-রাজদের অধিকার পর্যন্ত হিন্দুস্থানের প্রাচীন ইতিহাস সকল যুদ্ধ লুট ইত্যাদি বিষয়েতে পরিপূর্ণ আছে। ৩ পাঠ । তৈমুরের হিন্দুস্থানে আগমনের বিবরণ। নিত্যানন্দ। তবে আরওযে আছে তাহ অনুগ্রহ করিয়াবলগুনি। পরমানন্দ । ক্রমেং সকলি বলিতেছি, স্তন। ই-রাজী ১৩১৭ শকে তৈমুরবেগ নামে এক জন তাতার দেশহইতে কতক গুলি সৈন্য সঙ্গে করিয়া সিন্ধু নদী পার হইয়া হিন্দুস্থানে আসিয়া প্রৱেশ করিয়াছিলেন ; দ্বিতীয় বৎসরেতে দিল্লী শহর জয় করিয়া সেখানকার কতক লোককে শহরহইতে তাড়াইয়া দিয়া আর কত্তক লোকের প্রাণ দণ্ড করিলেন ; এব° সৈন্যদিগকে আজ্ঞা দিয়া দিল্লীর পাশের দুই লক্ষ লোকের মাত কাটাইয়া রাশীকৃত করাইলেন এবং দুই দণ্ডের মধ্যে এক লক্ষ বন্দুয়ানের প্রাণ নষ্ট করিলেন, এই প্রকার দৌরাত্মা পূর্বক হিন্দুস্থানের মধ্যে কিছু কাল বেড়াইতেং দেশের উপরে गब्रू{ উৎপাণ্ড জন্মাইয়া স্বস্থানে প্রস্থান করিয়াছিলেন । -- নি। আফগান বংশের বাদশাহীর পরেকে বাদশাহ হইয়াছিল? প। তৃতীয় বাদশাহ যে মহম্মদ তিনি আফগান বন্শের শেষ রাজাঞ্ছিলেন, তাহারই মৃত্যুর পরে তৈমুরুবেগের অতিবৃদ্ধ প্রপৌত্র সুলতান বাবর নামে একজন ইংরাজী১৫ং৫শকে দিল্লীর সিংহাসনে । বসিয়া মোগল জাতির প্রথম রাজারম্ভ করাইয়াছিলেন ।