পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Qe নি। সুলতান বাবরের পরে কে বাদশাহ হইয়াছিল । প। তাহার পৌত্র আকবর নামে এক জন পঞ্চাশ বৎসরের পর দিল্লীর রাজা হইয়া যথা শাস্ত্র রাজ্য প্রতিপালন করিয়া প্রজাদিগকে বড় বশীভূত করিয়াছিলেন। এই ব্যক্তি বড় জ্ঞানী ও বিচারপটু ছিলেন, এবং জোর করিয়া কোন লোককে স্বজাতীয় ধৰ্ম্ম পরিত্যাগ করান নাই। এই বাদশাহের আমলে আবুল ফজল নামে এক জন অতি জ্ঞানবান ছিল; সে আইন আকবরী নামে এক পুস্তক রচনা করিয়া তাহাতে হিন্দুস্থানের তাবৎ বৃতান্ত যথার্থ রূপে লিথিয়াছে । নি। আকবরের সৈন্যেরা কোনং দেশ জয় করিয়াছিল ? প | ১৫৭৬ শকে আকবরের সৈন্যের প্রথমে বঙ্গ দেশ জয় করিয়াছিল, তাহারই চারি বৎসর পরে মোগলের বঙ্গ দেশের সূত্র হইল ; তাহার পর আকবরের মৃত্যুর পূর্বকাস্কার, কাশ্মীর,গুজরাট, সিন্ধু বঙ্গ, উড়িয়া ইত্যাদি অনেক দেশ জয় করিয়া এক রাজ্যের মধ্যে করিয়াছিল। ৪ পাঠ । আওরঙ্গজেব দাম বাদশাহের বিবরণ। নিত্যানন্দ। তাহার পর কে বাদশাহ হইয়াছিল ? পরমানন্দ। ইরাজী ১৬৫৮ শকে শাহ জাহনের তৃতীয় পুত্র আওরজেৰ নামে এক জন বাদশাহ হইয়া হিন্দুস্থানের তাবৎ দেশ এক রাজ্যের মধ্যে করিয়া স্বজাতীয় মোগলদের রাজ্য সৰ্বাপে ক্ষায় বাড়াইয়াছিল । । নি । এ ব্যক্তি কেমন লোক ছিল ? -