পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

15, . প। এই আওরঙ্গজেব বাদশাহ অতি জ্ঞানবান, কিন্তু এমনি নির্দয় ও অন্যায়ী ছিল, যে আপনার পিতা শাহজাহন না মরিতে তাহাকে পদচ্যুত করিয়া, আর আপনার কতক গুলি ভাইকে নষ্ট করিয়া, ও অন্য কতক গুলিকে দেশহইতে দূর করিয়া, আপনি বাদশাহী লইয়াছিল। নি। কত দিন পর্যন্ত ইহার বাদশাহী ছিল ? প। এ প্রায় পঞ্চাশ বৎসর সামুজ্য করিয়া এক শত বৎসর বয়সে ১৭৯৭ শকে মরিয়াছিল। ইহারই মৃত্যু অবধি মোগলদের রাজত্ব এ পর্যন্ত ক্রমেতে অল্প হইতেছে । নি । এই মোগল জাতির রাজ্যশাসন কেমন ছিল ? প। অবে বলি, ইছাদের রাজত্ব হইয়াছিল বটে, কিন্তু এখনকার মত বিচার করিত না, অনেক অবিচার ছিল । আর নিজের আয়ত্ত রাজাদের ঠাই কর লইত, এতাবন্মাত্র । নি। এখন জিজ্ঞাসা করি, নাদিরশাহ নামে যে এক ব্যক্তি হিন্দু স্থানে আসিয়াছিলেন, ঐ ব্যক্তি কে ? প। নাদিরসাহ পারসী দেশের রাজা ছিলেন, তিনি ই-রাজী ১৭২২ শালে হিন্দুস্থানে আসিয়া দিল্লীর বাদশাহ মহম্মদ শাহকে জয় করিয়া প্রায় মোগলের রাজ্যের শেষ করিয়াছিলেন। নি। কিন্তু প্রথমে যে তিনি হঠাৎ আসিয়াছিলেন, সে কি জন্যে ? প। তাহ শুন। দিল্লীর বাদশাহ মহম্মদশাহকে দূর করিয়া, আপনি বাদশাহ হইব, এই ইচ্ছাতে নিজাম উলমূলু নামে এক জন পারশী দেশহইতে কুলিথানকে হিন্দুস্থানে আনিয়াছিল। এই কুলিখন তাহার পরামর্শে হিন্দুস্থানে আসিয়া দুই লক্ষ মুসলমান এৰু হিন্দু মারিয়া ফেলিলেন, এবং মহম্মদ শাহের ঠাই এক শত পঁচাশী কোটি টাকা লইয়। সিন্ধুর পশ্চিম অঞ্চল