পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q8 আশা অন্তরীপ প্রদক্ষিণ করিলেন। কিছু দিন পরে মুসলমানদের, একটা উপদ্বীপে পৌছিলেন, পরে সেখানহইতে জাহাজ ছাড়িয়া অন্য এক উপদ্বীপে উপস্থিত হইলেন, তথাতেও না তিষ্ঠিয় এক কালে ভারত বর্ষের দিকে জাহাজের মুখ ফিরাইয়া দিয়া দক্ষিণ দেশের কলিকত নগরে আসিয়া পৌছিলেন; কিছু কাল বাজে জাহাজে চড়িয়া আরবার স্বদেশে চলিয়া গেলেন। তাহার গমনাগমনেতে দুই বৎসর দুই মাস কাল লাগিয়াছিল । ইউরপের লোকদের উত্তমাশা অন্তরীপ, অর্থাৎ কেপ, ঘুরিয়া সমুদ্র পথে ভারত বর্ষে আসার প্রথম সূত্র এই আর মনুষ্যকৃত যত কৰ্ম্ম আছে তাহার মধ্যে একটা প্রধান কৰ্ম্ম এই। তাহার পর পোর্বুর্গীশের এব• ইউরপের অন্যং জাতির ঐ পথ দিয়া ভারত বর্ষে যাতায়াত করিয়া পূৰ্ব দেশের লোকদের সঙ্গে ৰাণিজ্যের বড় আড়ম্বর লাগাইয়া দিল। অনন্তর মিসর দেশ দিয়া যে ভারত বর্ষের বাণিজ্যের প্রথম পথ ছিল, সে পথে লোকদের গমনাগমন একে বারে রুদ্ধ হইল। পরে পোর্বুৰ্গীশের ভারত বর্ষের স্থানেং কঞ্জকট কুঠি করিল, ও বাণিজ্যেতে ভারত বর্ষ জাত সামগ্ৰী সকলের উপাত্ত ভোগ করিতে লাগিল; এই রূপে তাহাদের পরাক্রম বড় বাড়িয়া উঠিল। কিন্তু পূৰ্ব এ দেশে তাহদের যত অধিকার ছিল, তাহার মধ্যে এখন কেবুল গোয়া নামে এক খানি ক্ষুদ্র নগর মাত্র আছে। * . নি। ভাল, ইব্রাজলোকের যে প্রথমে এদেশে আসিয়াছিলেন সে কত দিন হইল : . . - - প। ইংরাজী ১৬• শালে ইণুণ্ডের রাজশাহ বাণিজ্য কৰ্ম্ম কুল্লির জন্যে কোল্পানীকে প্রথমে এক সনন্দ দিলেনঃ এই যে রোমান পদ্ধ ইছার অর্থ গুন, অনেৰে একত্ৰ হইয়া বাণিজ্যাদি