পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

है९s হইলেন, অনন্তর ইংরাজী ১৬৪ শালে কোল্পানী রহারের দুই জাহাজ ইলগুহইতে বাঙ্গালায় জাসিয়া পৌছিল। ঐ বারের বাণিজ্য কৰ্ম্মেয়ে লাভ হইয়া কোল্পানীর আরও সাহস বাড়িয়া উঠিল, আমার যখন অধিক জাহাজেয় জামদানী হইৰে তখন সেই সকল জাহাজ ৰোঝাই করিবার সামগ্ৰী পত্র কোথায় থাকিবে, এই জন্যে হালি মো একটা কুঠী বানাইলেন । কালক্রমে এখন ঐ কোল্পানী বহারে দেশাধিপতি হইয়া কি রূপে প্রজার সুখে থাকে এই নিমিত্তে সৰ্বর্গ সচেষ্ট আছেন। অতএৰ বোধ হয়, যে নিতান্ত এ দেশের মঙ্গলের নিমিত্তে পরমেশ্বর এ হাদিগকে এ পদে নিযুক্ত করিয়াছেন। নি। ওহে ভূমি যে কথা কৰিতেছ সে বাস্তব, ইহা মানিলাম। অতএব ইরাজের অধিকার কি রূপে বৃদ্ধি পাইয়াছিল তাহার আর ও কিঞ্চি বিবরণ গুলিতে বাঞ্ছা করি । প। ভাল, তাহ বলি শুন, পূর্বে এ দেশের হিন্দু রাজার মুরলিয়া যাদের নবাব সিরাজুদ্দৗলা কর্তৃক তিরস্কৃত হইয়। নবাবের রাজ্য ই°রাজের হাত হয় এই মন্ত্রণা করিয়া ইব্রাজের সঙ্গে মিলিয়া কহিলেন, যে তোমরা নবাবেত সঙ্গে যুদ্ধ করিয়া এ দেশ জয় কয়, জামরা ইহায় সৎ পরামর্শ দিব, ও তোমাদের পক্ষপাত করিৰ । এই মন্ত্রণ পাইয়া নাম উল্লেীগে ইয়াজী ১৭৫৭শকে ইরাজের নবাৰ সিরাজদৌলাকে যুদ্ধে জয় করিয়া বঙ্গ দেশ ও উড়িষ্যার এক জাগ এৰ ৱেহার এই তিন দেশের দেওয়ানি ভার শাহ আলম বাদশাহইতে পাইলেন । • জার ১৭৭ঃ শালে অযোধ্যায় নবাব জাসফদৌলার সঙ্গে সৃদ্ধি করিরণ কাশী জেলায় অধিকার পাইয়াছিলেন ; ও ১৭১২ এবs CBB HBB BBBBBB BB BD DD BB BBu DDDD