পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

sty যখন যে ব্যক্তিকে মহালাম বলিয়া পূজা করে সে যদি ময়ে, তবে অধিকারির একত্র হইয়। অতি সুন্দর আকৃতি প্রকৃতি এমন কোন একটি ক্ষুদ্র বালককে দেখিয়া কহে, যে মহালামার আত্মা এই বালকেতে প্রৰিষ্ট হইয়াছে। এই কথা বলিয়া, সেই বালককে মহালামার পদে বসাইয়া, তাহাকেই পূজা করে, তাহদের মধ্যে এই রীতি চলিয়া আসিতেছে । তাহাঙ্গের রাজধানী লাসা নামে এক নগর, সে চীনদের অধীন। - নি। ভাল, তবে তাতার দেশ কেমন আর কোন দিকে ? প। ওহে, সে অতি প্রকাণ্ড দেশ, এবং তিবৃতের নিজ উত্তরে। তাহার মধ্যে তিন ভাগ আছে, প্রথমতঃ স্বাধীন তাতার, অর্থাৎ সেখানকার লোকেরা আপনাদের বাদশাহের অধীন আছে । দ্বিতীয়তঃ চীনের তাতার, অর্থাৎ এই ভাগ চীন লোকের অধীন ; ইহার উত্তর পূর্ব অঞ্চল চীন দেশের সহিত সলগ্ন আছে। তৃতীয়তঃ রুষিয়া তাতার, অর্থাৎ সিবেরিয়া নামে প্রসিদ্ধ ; এই ভাগ তিন ভগগের মধ্যে বড়, ইহার পশ্চিম অঞ্চলের সঙ্গে ইউরপের মিলন আছে; তাহার উত্তরে হিম সাগর আছে, সেখানে এমন শীত, যে ঐ সমুদ্রের মধ্যে কখনও জাহাজ চালান হয় নাই । তাতারে মানচু ও কালমক ও মগল, এই তিন প্রকার জাতি আছে। সিৰেরিয়ার উত্তরে ও পূৰ্বেভেকতক জাতি আছে, তাহারা তাতারের অন্যং জাতিহইতে বিভিন্ন, ও তাহদের মধ্যে অনেকে মুসলমানের মতে চলে। তাহণদের একটা প্রধান ভাষা আছে, অন্ননুযায়ী আর অনেক পৃথকং ভাষাও আছে। ভাতার লোকদের প্রায় বসতির স্থিরতা নাই, কারণ এক ঠাইতে তাহায়ের পন্তর আখরের স্বাস কুরাইলে তাঙ্ক সমেত স্ত্রী পুত্র ও ক্ষে মেষাৰি ‘গইয়া স্থানান্তরে গিয়াবাদ করে; এই প্রকারে বৎসরের মধ্যে প্রায়