পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$షా গেীনের ষোল বার লড়া চড়া করিয়া বেড়ায় ৷ তাতার দেশে পশু জাতির মধ্যে ঘোড়াই প্রধান । নি। ভাল, এখন চীন দেশের কথা কিছু বল, শুনি । প। তবে মনোযোগ কর। এই চীন দেশ হিন্দুস্থানের উত্তর পূৰ্ব অঞ্চলে ; সে দীঘেঁতে বারে শত ক্রোশ, প্রন্থে আট শতক্রোশ; ইহার পূর্ব ভাগে এবং দক্ষিণ ভাগে সমুদ্র, এর উত্তর ভাগে চারি শত ক্রোশ পর্যন্ত লম্বা একটা প্রসিদ্ধ প্রাচীর, এবং শামো নামে বন আছে; ইহার পশ্চিম ভাগে তিব্ৰত দেশ। অনুমান হয়, যে সকলহইতে চীন দেশে লোক অধিক, আর তথাতে আঠার কোটি লোক আছে। চীন রাজ্য অতি পূৰ্ব কালের, প্রায় চারি হাজার বৎসর পর্যন্ত সম ভাবে আছে। চীনের পিতৃলোকের পূজা করে, আর অনেকে বৌদ্ধমতে চলে। ঐ দেশের ভাষা বড় আশ্চর্যা, এব• লেখা পড়ার জন্যে স্বর ও ব্যঞ্জন এমন বর্ণবিশেষ কিছু নাই;কিন্তু পূর্ব অবধি তাহদের এই প্রকার ব্যবহার আছে, যে সূর্য, চন্দ্র, জল, অগ্নি, কাষ্ঠ, প্রভূতি বম্ভর নাম লিখিতে হইলে সেইং বম্ভর আকার লেখে; এবং তভিন্ন ২১৪ দুই শত চৌদ্ধ সঙ্কেত বিশেষ আছে, তাহাহইতে লিখিবার নানা সৃষ্টি করা যায়। চীন দেশে বিস্তর রেশম ও কাপড় জন্মে, কিন্তু সে দেশের বাণিজ্যের প্রধান দ্রব্য চা, সে ইউরপের সকল দেশুেই প্রায় ব্যাপে, কিন্তু চীন দেশ ভিন্ন আর কোন দেশেতে জন্মে না। তথাকার লোকের চক্ষু কিছু ছোট, তাহাতেই সৰ্ব জাতিহইতে তাহদের ভেদজ্ঞান জন্মে। আর নাসিকার মধ্যখান অবধি কিছু চাপ ও তাছার লম্বাং একটী বেণী ধারণ করে, আর তাহীদের এমনি অভ্যাস যে চী ব্যতিরেকে জুল পান করে না । সেখানে বিদ্যার চর্চা অধিক ; ও সে দেশের কোনজাতির মধ্যে পুরুষানুক্রমে কুলীন এমন বশ নাই।