পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ه عb BB BBBBBBB BBBB BBS BB BBBB BBYHKS থানা ও অসংখ্য পুস্তক আছে। t - নি। ভাল, এই ক্ষণে বুদ্ধ দেশের বিষয় কিছু বল। প। ঐ বুদ্ধ দেশ বাজলার পূর্ব দক্ষিণ কোণে সে দীঘে হাজার ক্রোশ পরিমাণ, প্রস্থে প্রায় ছয় শত ক্রোশ । সেখানে কত লোক আছে নিশ্চয় বলা যায় না, অনুমান হয় যে দেড় কোটি লোক হইবে । তথাতে অনেক খণ্ড আছে, সে সকল খণ্ডের মধ্যে প্রধান খণ্ড বওঁ, যাহাকে লোকে পেগু বলে। পূৰ্বে তথাকার রাজা সেই তাবৎ খণ্ডের অধিপতি ছিলেন । পরে সন ১১৬• শালে বুদ্ধ দেশের বাদশাহের পূর্ব পুরুষের মধ্যে এক ব্যক্তি সকল অধিকারের উপরে অনেক দৌরাত্ম্য করিয়া সকল খণ্ড অধিকার করিয়া সকলের মাম রাখিয়াছিল বুদ্ধদেশ। অল্প বৎসর পূৰ্বের্তাহার বৃদ্ধপ্রপৌত্র উহার সিপহাসনে বসিয়া প্রায় চল্লিশ বৎসর পর্যন্তরাজত্ব করিয়াছিলেন। সেখানকার লোকের বুদ্ধদেবের গোদাম নামে এক অবতারের পূজা করে,ফলতঃ ইহার বৌদ্ধমতাবলম্বী। আর অন্যং দেশের বৌদ্ধ মতাবলম্বি পুরোহিতেরা ঐ দেশে গিয়া মত শিক্ষা করে। ঐ দেশের অক্ষর সকল দেবনাগরহইতে সকলন করা, কিন্তু অঙ্করের আকার সকল সিংহলী অক্ষরের মত,এবং ঐ দেশের ভাষা চীনের ভাষার ন্যায়। সেখানহইতে অনেক সেগুণ কাষ্ঠ এ দেশে বিক্রেয়ের জন্যে আইসে । এই বুদ্ধ দেশের রাজধানী নগরের নাম অমরপুর, ঐ অমরপর চট্টগ্রামের নিশ্চয় পূৰ্বভাগে; তাছারি নিকট দিয়া ঐরাবতী নামে এৰু নদী রজুন মগরের নিকটে গিয়া সমূত্রে মিলিয়াছে। সে নদী সমান্য নয়, প্রায় গঙ্গার মত বড়। ঐ দেশের নামধারী ও রাজার ব্যৱহায়দ্বারা জানা যায়, যে পূর্বে সেখানকার লোকেরা হিন্দুশাস্ত্ৰমতে চলিত, তাহার পয়ে বৌদ্ধ মতাবলম্বী হইয়াছে ।