পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, ध्र-३७ , প। তবে শুন, ঐ কাবোলের রাজধানীর নাম পেশোঁর, এ দেশ বলোচনস্থানের উত্তর। উহারপূর্ব সীমা সিন্ধু নদী,দক্ষিণ সীমাবলোচনস্থান, উত্তর সীমা হিমালয় পৰ্বত শ্রেণী, পশ্চিম সীমা কাণ্ডাহার দেশ। ঐ দেশের মাটী বড় উত্তম ; তথাতেনামা বিধ উত্তমং বাগৗচা আছে, সেই সকল বাগানে নানা বিধ ইউরপীয় ও হিন্দুস্থানীয় ফল ফলে । ইহার দক্ষিণে হিরাট নগর বলিয়া এক ঠাই আছে, ঐ হিরাট নগরের অঞ্চলে কেবল বালুকাময় ভূমি,সেই জন্যে সেখানে শদ্যাদি কিছুজয়ে না। নি। এই ক্ষণে পারশৗক দেশের কথা কিছু বলিতে আজ্ঞা হউক। প। এই পারশীক দেশ কেবল একটী দেশ নয়, অর্থাৎ দুই দেশ একত্র হইয়া এক দেশ হইয়াছে, তাহার মধ্যে প্রধান দেশ পরিশী এই জন্যে সে রাজ্যেরও নাম পারশী হইয়াছে। এ দেশ দর্ঘে এক হাজার পঞ্চাশ ক্রোশ, প্রস্থে আট শত আশী ক্রোশ। এ দেশ পূৰ্বদিকে হিন্দুস্থানের সঙ্গে মিলিত, কাণ্ডাহার নামে খ্যাত, তাহার প্রধান নগরের নাম স্লাহান, এবং ঐ খানে সিরাজ নামে, আরো এক বড় নগর আছে। ঐখানকার অক্ষর ও ভাষা বাঙ্গালাতে সুন্দর রূপে চলিত আছে । ঐ দেশের লোক মহম্মদের মতে চলে, এব• আলী ও ফতেম, আর উহাদের দুই পুত্র হাসেন, হোসেনকে মানেঃ ইহাদের পর মহম্মদের প্রদেতে আর যে তৃতীয় ব্যক্তি অভিষিক্ত হইয়fছল ইহা মানে না । এই পারশী দেশের রাজ্য অতি প্রাচীন, বহু দিনের সস্থাপিত ; ইহার চারি হাজার বৎসরের বিষরণ -অবধি পাওয়া যায় । হিজরী সনের ২• শীলে সে দেশের লোক সকল মুসলমান হয়। সম্প্রতি পঞ্চাশ বৎসর হইল ঐ দুই দেশ পৃথক হইয়াছে, এই ক্ষণে কাণ্ডাহারের পঞ্চম রাজ সি হাসনে বসিয়া রাজ্য করিতেছেন। গত সাত আট শত বৎসর হইল কাণ্ডা