পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-o হার দেশেতে গজনি নামে একটা মহা রাজ্য সংস্থাপন হইয়াছিল, ঐখানহইতে শাহবুদ্দীন নামে এক জন মুসলমান আসিয়া ক্রমেং ভারতবর্ষ অধিকার করিয়াছিল। নি। ভাল, আরৰ দেশ পরিশী দেশের কোন দিকে ? প। সে দেশ পারশী দেশের দক্ষিণ পশ্চিম কোণে, তাহারি পর্ব ভাগে পারশীয় মহাখাল, এবং ফরাত নদী ; তাহার পশ্চিম ও দক্ষিণ এই দুই দিকে সূফ নামে মহাখাল, অর্থাৎ আরব সমুদ্র। এই আরব দেশ দীঘেঁতে বারশত ক্রোশ পরিমাণ, প্রন্থে এক হাজার ক্রোশ পরিমাণ ! এই দেশ তিন খণ্ড, তাহার মধ্যে এক এণ্ডের যে রাজ্য সে অতি পূৰ্বকালের। সেখানকার লোক সকল আবিরহামের পুত্র যে রিশমএল, তাহারি বংশ, যে য়িশমএল বিষয়ে পূৰ্বে এই কথা লেখা গিয়াছিল, যে য়িশমাএলের হাত সকল লোকের বিপরীতে হইবে,এরণ সকল লোকের হাত তাহার বিপরীতে হইবে, এই কথানুসারে আরবের লোক সকল অদ্যাপিকথন কোন লোকের অধীন হয় নাই, কিন্তু পৃথকং হইয়াছে । আর তাহদের এই এক স্বভাব আছে, যে সে দেশ দিয়! যদি অন্য দেশের লোক গমনাগমন করে, তবে জাহাদিগকে ধরিয়া কাপড় ইত্যাদি যাহ২ থাকে সে সকল কাড়িয়া লয়; ইহাতেই সে দেশের নাম সৰ্বত্র থাত আছে । ঐ আরবের প্রধান নগর মহম্মদের জন্মস্থান মকু, এবং তাহারি কবরস্থান মদীনা, আর সানা, ও জদ, ও মস্কাট, এই দেশের লোকের মহম্মদের মতে চলে। নি। এখন ভূক্লক দেশের বিবরণ কিছু বলিলে ভাল হয় । প। ভৰে বলি গুন ; সে দেশ আসিয়া দেশের মধ্যে, কিন্তু অত্যন্ত পশ্চিম । সে দেশের অন্তঃপাতী অনেক দেশ আছে; তথাপি সে সকল দেশেরই নাম জুল্লক এই একটা প্রসিদ্ধি আছে । তাহার