পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ケ8 পূৰ্ব সীমা পারশী দেশ উত্তরে ককশন্স পৰ্বত, যে পৰ্বত রুবিয়ার সীমা, এবং এই দেশের সীমাকে বিভিন্ন করিয়া রাখিয়াছে । অনুমান হয়, যে ঐ ককশন্স পৰ্বত হিমালয়শ্রেণীর পশ্চিম সীমা। ঐ ভূক্তক দেশ পশ্চিমেতে ভূমধ্যস্থ সমুদ্ৰদ্ধার ইউরপের সঙ্গে পৃথক আছে। ঐ তুরুকের পূর্ব সীমাতে তিগ্রস ও করাত নদী। নি। পূর্বকালে এই তুকুক দেশে কোন কৰ্ম্ম হইয়াছিল ? প। এ দেশের পূর্বকার অনেক বড় কৰ্ম্ম আছে। এই ৫৮২৭ পাচ হাজার আট শত সাতাইশ বংশর হইল প্রথমে সেই দেশে মাটীর ধূলি লইয়া পরমেশ্বর মানুষের সৃষ্টি করিয়াছেন। দ্বিতীয়তঃ та, в তাহার স্ত্রী, এবং বধূর সহিত তাহার তিন পুত্র ইহার পরমেশ্বরের আজ্ঞানুসারে আপনার গোষ্ঠী বাচাইবার জন্যে এক জাহাজে চড়িয়া জলপ্লাবনের কালে রক্ষা পাইয়াছিল । তৃতীয়তঃ ৪২০০ বৎসর হইল যখন পরমেশ্বর পাপদমন করিবার জন্যে লোকদের ভাষা ভিন্ন২ করিয়াছিলেন, তখন সে দেশে তাবৎ লোকের পরিবার সকল ছত্র ভঙ্গ হইয়া নানা দেশ দেশান্তরী হইয়াছিল। চতুর্থ ৩৭° বসংর হইল যখন লোক সকল দেবতার পূজা করিতে আরম্ভ করিল, তখৰ বৃক্ষ আবরাহাম নামে এক মনুষ্যকে জন্মস্থান ছাড়িয়া ঐ দেশের এক প্রদেশে অর্থাৎ কনজান দেশে যাইতে আজ্ঞা করিলেনঃ অীর কহিয়া দিলেন, যে সেখানে গিয়া আমার আরাধনা কর ; আরো কহিলেন, যে তোমার বংশের সন্তান সন্ততি সকলে জামা- হইতে বর পাইবে, এই প্রতিজ্ঞা করিলাম। ঐ আবরাহীম মরিলে পর তাহার ব•শ পরমর, অর্থাৎ য়িহদীয় লোক সকল, নামা যন্ত্রশাভোগ ৰরিতে মিসর দেশে বাস করিতে লাগিল। দুই শত বৎসর পর্যন্ত সেখানে যন্ত্রশ ভোগ করিলে গর মোলহৰে পঠাইয়