পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

by-& দিয়া ঈশ্বর তাহাদিগকে সেখানহইতে বহির করিলেন, এব• পুনরায় ঐ কনআন দেশেতে আনিয়া সস্থাপিত করিলেন এবং এবরীয় ভাষাতে আপনার ব্যবস্থা তাহাদিগকে জানাইয়া আচাযাদের দ্বারা ধৰ্ম্ম পুস্তক প্রকাশ করিয়াছিলেন। ঐ স্থানেতে নয় শত বৎসর থাকিলে পরে বাবেলের রাজার হাতে যুদ্ধেতে পরাজিত হইয়াতাহারা তাহারদেশেতে গিয়া পড়িল,অৰ্থৎ তিনি তাহাদিগকে কএদ করিয়া আপনার দেশে লইয়া গিয়াছিলেন । তাহার সত্তরি বৎসর পরে ঈশ্বর তাহাদিগকে পুনৰ্বার কনজান দেশে আনিলেন, ও গ্রীষ্টের জন্ম পর্যন্ত সেই স্থানে রাথিলেন। পঞ্চম ১৮২৭ বৎসর হইল, ঐ দেশের অন্তঃপাতি বীতলেথেম নগরে সিন্ধুহইতে ১৭৬• ক্রোশ অন্তরে খ্ৰীষ্ট জন্ম লইয়াছিলেন, এব’ তেত্রিশ বৎসর বয়ঃ পর্যন্ত সেই খানে বাস করিয়াছিলেন ; কিন্তু য়িহুদীয় লোক তাহাকে মারিয়া ফেলিল । ইহার পর রোমানের আসিয়া য়িস্থদীয়ের প্রধান নগর য়িরোশলম নষ্ট করিয়া গেল, তাহাতেই সকলে ছত্র ভঙ্গ হইয়া নানা স্থানে পড়িল ; কিন্তু সেই সময়াবধি আজি পর্যন্ত তাহারা সৰ্ব দেশেতেই একটা পৃথক জাতি হইয়া আছে, তাহাদের মধ্যে কতক লোক কলিকাতায় আছে। শুরুর্কী দেশের অত্যন্ত উত্তরাশে আরমানি দেশ। পূৰ্বেতে এ দেশের লোকের বড় পরাক্রম ছিল । তাহীদের ভাষা ও অক্ষর অন্যহইতে স্বতন্ত্র, তথাকার অনেক লোক বাঙ্গালীয় আছে । ৮ পাঠ । আসিয়ার উপদ্বীপের বিবরণ । নিত্যানন্দ | এইক্ষণে আর এক কথা জিজ্ঞাসা করি, এই আসিয়াতে কত উপদ্বীপ আছে ?