পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bーペ。 পরমানন্দ। উপদ্বীপ অনেক আছে, তাছার মধ্যে দুই তিনু টার কথা স্বলি । প্রথমতঃ সুমাত্র উপদ্বীপ, এ উপদ্বীপ লম্বায় আট শত ত্ৰিশ ক্রোশ, চৌড়ায় এক শত পচাত্তর ক্রোশ । সে দেশের লোক এক প্রকার নয়, দুই তিন প্রকার আছে; কতক মালাই, তাহারা মুসলমানের মতে চলে, কিন্তু আসল সেই দেশের লোকের পূজা অচ্চ প্রায় কিছই করে না। ঐখানেতে বিস্তুর গোল মরিচ জন্মে। আর সেখানহইতে থািটং অতি সুন্দরং ঘোড়া সকল এ দেশে আইসে । ঐ সুমাত্র উপদ্বীপের অন্তঃপাতি বস্কা উপদ্বীপহইতে রাঙ্গ আইসে, ঐখানেতে রাঙ্গের থানি আছে । ঐ সুমাত্রের মধ্যে আৰ্চীন নামে এক রাজ্য আছে, সে রাজ্যের লোক পূৰ্বে বড় পরাক্রমী ছিল। ঐ স্থানে অনেক কাল পর্যন্ত ইরাজের অধিকার,ও বটী ঘর দ্বার ছিল, কিন্তু এখন তাহারা তাহা সন্ধিদ্বারা ওলন্দাজ লোককে দিয়াছে | নি। ভাল, ইহা বিন! আর কোনং উপদ্বীপ আছে ? প। তৰে বলি শুন, ঐ সুমাত্র উপদ্বীপের পূর্ব অঞ্চলে যাব। নামে এক উপদ্বীপ আছে, সে উপদ্বীপ হলtণ্ডীয়দের অধিকার ; সে দীঘে পাঁচ শত ষাটি ক্রোশ, আর প্রস্তুে অষ্টাশী ক্রোশ। তাহার রাজধানী নগর বাটেবিয়া, সে একটা প্রধান বাণিজ্যের স্থান। আসল সে দেশীয় লোকদিগকে, যাবানীয় বলে, এবং ঐ স্থানে মালাই লোকেরও বাস আছে; তাহারা মুসলমানদের মতে চলে । আর সেখানে চীন দেশের অনেক লোক আছে, তাহারণ আপনাদৈর দেশের ভাষা কহে, এব• আপন দেশের মতে দেবতা পূজা করে। যাবানীয়ের পূৰ্বেহিস্থ মতে চলিত, তথাতে এখনও হিন্দুদের স্থাপিত প্রাচীন মন্দির ও দেব প্রতিমা আছে। এই যাবার নিকটে তিমোর নামে এক উপদ্বীপ আছে, সে ধীর্থে এক শত পচা