পাতা:ভূগোল এবং জ্যোতিষ্‌ ইত্যাদি বিষয়ক কথোপকথন.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-? প্তর ক্রোশ, প্রন্থে বাওয়ান্ন ক্রোশ। যাবার তিন শত ক্রোশ উত্তরে বর্ণিও উপদ্বীপ। নাহলাও প্রকাশ হওনের পূৰ্বে জ্ঞান ছিল, যে পৃথিবীর মধ্যে সকল উপদ্বীপহইতে এই বর্ণিও উপদ্বীপ বড়। এ দীৰ্ঘে আট শত ক্রোশ, এবং প্রস্থে পাঁচ শত ত্ৰিশ ক্রোশ। এখানকার লোক প্রায় কৃষ্ণু বর্ণ ইহারা মহম্মদের মতাবলম্বী। এই উপদ্বীপে ইউরপের লোকের বসতি নাই, এবং বাণিজ্য আল্ল ; কিন্তু ইউরপীয় লোকেরা ঐখানে বসতি করিবার চেষ্টায় আছে। ঐ উপদ্বীপে চীন লোক অনেক আছে । নি। ভাল, তবে আর কোন উপদ্বীপ আছে কি না ? প | হাঁ, আছে, তাহার মধ্যে হিন্দুস্থানের দক্ষিণে সিস্হলদ্বীপ অর্থাৎ, লস্ক, সে ইরাজের অধিকার; সে দীর্থে ২৫০ ক্রোশ, প্রস্থে ১৪০ ক্রেশ । তাহার প্রধান নগর কলম্বো, সেখানকার লোকের প্রায় বৌদ্ধ মতে চলে । কিন্তু আসিয়ার অন্তঃপাতী এক প্রধান দ্বীপ আছে, যাহাকে ইরাজী ভাষায় নুহলণ্ড বলে সে ২৪•ক্রোশ দীঘে ১৭•• ক্রেশ গুস্থে, সে এত বড় প্রকাণ্ড স্থান, তথাচ ইংরাজী ১৬১৬ শাল পর্যন্ত অন্য দেশীয়েরা তাহ জানিতে পারে নাই। পূৰ্বে পোর্বুগীশের প্রধান নাবিক ছিল, তাহারাই প্রথমে ঐ দেশ জানিয়াছিল। পরে ১৭৭• শালে কাপ্তেন কুক্‌ সাহেব ঐ দ্বীপকে বেষ্টন করিয়াপ্রায় তাহার চারিদিকের নক্সা করিয়া আনিলেন। এবং তিনি আরো অনেক উপদ্বীপের বৃত্তান্ত জানাইয়াছিলেন, তাহারি মধ্যে একটা উপদ্বীপের নাম ওয়েহী; সেই উপদ্বীপের লোকের অকারণে তাহার প্রাণদণ্ড করিয়াছিল। নুহিলাণ্ডের লোকের অসভ্য বড়, কৃষি কৰ্ম্ম কি প্রকারে করিতে হয় তাহfও জানে না । কিন্তু সে দেশ স্থানে উত্তম, সেখানকার কোন লোকের পীড়া নাই । এইক্ষণে ইংলণ্ডীয়ের। সেখানে কতৰ্ব সহর বসাইয়াছেন, সে সহর দিনেই ভাল হইতেছে।