পাতা:ভূগোল সার.djvu/১০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ভূগোল।

দ্বীপ, পৃথিবীতে দুই মহাদ্বীপ, একের নাম পুরাতন মহাদ্বীপ, দ্বিতীয় নূতন মহাদ্বীপ।

দ্বীপ।

 চতুর্দিকে জল বেষ্টিত স্থানের নাম দ্বীপ।

উপদ্বীপ।

  ক্ষুদ্রাকার উক্তপ্রকার দ্বীপের নাম উপদ্বীপ বলে।

প্রায়দ্বীপ।

  দ্বীপের ন্যায় জল দ্বারা বেষ্টিত অথচ এক পার্শ্বে মহাদ্বীপ কিম্বা দ্বীপের সহিত কোন অংশে সংযুক্ত, তাহার নাম প্রায়দ্বীপ।

অন্তরীপ।

  যে উচ্চভূমি মহাদ্বীপাদি হইতে বহির্গতা হইয়া সমুদ্রাদি মধ্যে ক্রমশ অল্প পরিসরে জলোপরি যায় তাহার অগ্রভাগের নাম অন্তরীপ।

ডমরু মধ্য।

  পথের ন্যায় অল্প পরিসর যে ভূমিখণ্ড দুই দ্বীপের প্রান্ত ভাগে সংযুক্ত থাকে তাহাকে ডমরু মধ্য বলেন।

অন্তরাল।

  মহাদ্বীপ হইতে বহির্গত এবং অন্তরীপের মধ্যবর্ত্তি ভূমি খণ্ডকে অন্তরাল বলেন।