পাতা:ভূগোল সার.djvu/১১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ভূগোল।
তীর।

  জল তরঙ্গে যে পর্য্যন্ত প্লাবিত করে তাহার সমীপস্থ উচ্চ ভূমিকে তীর কহেন।

কাছাড়।

  নদ নদী প্রভৃতির সমীপস্থ উচ্চ ভূমি যাহাতে তরঙ্গ লাগে তাহাকে কচ্ছ, অর্থাৎ কাছাড় অথবা আড়ুলি বলে।

গ্রন্থিকা।

  সমুদ্র প্রভূতির মধ্যস্থ পর্ব্বত, চর, অথবা জলমগ্ন অন্য প্রকার অদৃশ্যভূমি,যাহাতে নৌকাদি বানিচালি হইতে পারে এরূপ স্থানকে জিঞ্জিরা অথবা গ্রন্থিকা বলা যায়।

গ্রন্থিকা ধ্বজ।

  গ্রন্থিকাতে নৌকা না ঠেকে এজন্য নাবিকেরা যে সঙ্কেত চিন্ধ রাখে তাহাকে গ্রন্থিকাধ্বজ বলে।

গুপ্তচর।

 বালুকাময় চর যাহা জলে ডুবিয়া থাকে, এবং নাবিকেরা যাহাকে মসিনা কহে তাহার নাম গুপ্ত চর।

সেতু।

  জলাশয়ের উপরিভাগে মৃত্তিকাদি নির্ম্মিত যে পথ তাহাকে সেতু বলে।