পাতা:ভূগোল সার.djvu/৩০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ভূগোল।
২৫

জর্ম্মান্ সাগরে প্রবিষ্টা হইয়াছে, এই নদী তীরস্থ প্রধান নগর ষ্ট্রাসবর্গ, ওয়ারমস, মেণ্টজ, কোলোন্ এবং লিডেন্।

 লয়রনদী, ল্যাঙ্গোএডক্ পর্ব্বন্ত হইতে আট্লাণ্টিক মহাসাগরে প্রবিষ্টা হইয়াছে উক্ত নদীতীরে নাণ্টিস এবং অর্লীনস নামে নগর আছে।

 হ্ৰোণ নদী সেণ্টগথার্ডগিরির নিকটস্থ এল্প পর্ব্বত হইতে উৎপন্না হইয়া ফ্রান্স দেশ দিয়া দক্ষিণ মুখে লিয়ন হ্রদে যায়, এই নদীতীরস্থ প্রধান নগর লিয়ন্স এবং এবিগনন।

 শীননদী, বর্গণ্ডি পর্ব্বত হইতে যাইয়া ইংলিস মোহানাতে প্রবিষ্টা হইয়াছে। গারোন্নী নদী পিরিনিস পর্ব্বত হইতে উৎপন্না হইয়া বিস্কে অখাতে প্রবিষ্টা হইয়াছে। টেগসনদী স্পেইন দেশের এরাগন্ জিলার নিকটস্থ পর্ব্বত হইতে দক্ষিণ পশ্চিম মুখে জিগবান্ দেশের নিকটস্থ আট্লাণ্টিক মহাসাগরে প্রবিষ্টা হইয়াছে, এই নদীর সমীপে লিসরান্ এবং টোলেডু নগর। নেড্রড্নগর উক্ত নদীর এক শাখানদীর তীরে আছে।

 ইব্রো নদী, অষ্টুরিয়ান্ পর্ব্বত হইতে দক্ষিণপূর্ব্ববাহিনী হইয়া মেডিটরেনিয়ান্ সাগরে গিয়াছে।

 ডুরোনদী ক্যাষ্টিলিয়ান্ পর্ব্বত হইতে পশ্চিমাভিমুখে ওপোর্টো দেশের নিকটে আট্লাণ্টিক মহাসাগরে প্রবিষ্টা হইয়াছে।