পাতা:ভূগোল সার.djvu/৫০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ভূগোল।
৪৫

সকলের মোহানা স্বরূপ হইয়াছে। রিয়োডেলনার্ট নদী মেক্সিকো পর্ব্বত হইতে যাইয়া দক্ষিণ পূর্ব্বমুখে মেক্সিকো উপ সাগরে প্রবিষ্টা হইয়াছে।

দক্ষিণামেরিকার নদী।

 ম্যারানান অথবা এমেজন্স অতি বৃহৎ নদী, পিরু দেশস্থ এণ্ডিস পর্ব্বত হইতে উৎপন্না হইয়া প্রায় দুই শত শাখা নদীতে যায় পরে উত্তর পূর্ব্ব মুখে আট্লাণ্টিক মহাসাগরে প্রবিষ্টা হইয়াছে।  চিলি দেশস্থ এণ্ডিস পর্ব্বতে উৎপন্ন থিয়োডিলাপ্লাটা নদী পারাগ ঊরাগয় এবং মারাণ এই তিন নদী সংযুক্ত হইয়াছে। এই নদী, আট্লাণ্টিক মহাসাগর, এবং তাহার মোহানা হইতে ৮৮ ক্রোশ অন্তর বিউনস আইরিজ দেশে প্রবিষ্টা হইয়াছে, ইহা প্রশস্তে ১৪ ক্রোশ। উরিনোকে নদী, গুইয়ানা হইতে উৎপন্না হইয়া প্রায় বর্ত্তুলাকারে ট্রিনিড্যাড দেশের দক্ষিণ পূর্ব্বভাগে আট্লাণ্টিক মহাসাগরে গিয়াছে।

আমেরিকার পর্ব্বত।

 মাগেল্লান মোহানাবধি আর্কটিক গোল রেখাপর্যন্ত আমেরিকার সমুদায় পশ্চিমসীমাতে এক পর্ব্বত শ্রেণী ব্যাপ্ত আছে এবং তাহার কোন২ পর্ব্বত, অতিশয় উচ্চ। দক্ষিণামেরিকাতে এণ্ডিস, অথবা কর্ডিলেরাস পর্ব্বত শ্রেণী অত্যন্ত, প্রশস্ত এবং উচ্চতম।