পাতা:ভূগোল সার.djvu/৭

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ভূগোল।

 পণ্ডিতেরা জলাশয় সকলের বিশেষ২ নাম করণ করিয়াছেন, যেমন মহাসাগর, সাগর, উপসাগর, ক্ষুদ্র উপসাগর, অখাত, হ্রদ, মোহানা, নদী, বহুমুখী, উপনদী, শাখানদী, কীলকস্থান, কোল, খাল।

মহাসাগর।

 যে সাগরে পৃথিবী বেষ্টন করিয়াছে তাহাকে মহা সাগর বলেন। সেই মহাসাগর তিন, ইংরাজি মতে ঐতিনের নাম আট্লাণ্টিক, পাসিফিক, ইণ্ডিয়ন্।

সাগরের বিবরণ।

 যাহার প্রধান স্রোত মহাসাগরে সংযুক্ত হইয়াছে অথচ প্রায় স্থলেতে বেষ্টিত তাহাকে সাগর কহে।

উপসাগর।

 ক্ষুদ্রাকার সাগরকে উপসাগর বলেন,আর বড়২ হ্রদ সকল কেও উপসাগর বলা যায়, আসিয়। মহাদ্বীপে তিন উপসাগর দেখা যায়, ইংরাজেরা ঐ তিনের নাম যথা কাস্পিয়ন, আরাল, বৈকাল কহেন।

ক্ষুদ্র উপসাগর।

 উপসাগর অপেক্ষা ক্ষুদ্র অথচ সমুদ্রখালাদি গমনাগনের উপযুক্ত হইলে তাহাকে ক্ষুদ্র উপসাগর বলেন।