পাতা:ভূগোল (অক্ষয়কুমার দত্ত).djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

↔ হইতে অন্য কেন্দ্ৰ পৰ্যন্ত ব্যাপ্ত আছে, তাহারদিগকে নাম-মধ্যাক্লিক রেখা যেহেতু সূৰ্য মধ্যায়কালে সেই রেখার উপরে অবস্থিতি করেন । অকলস্থানেরই আপনং মধ্যাক্লিক রেখা আছে - দুঘিম পরিমাণের আরম্ভ স্থান নির্ণয় নাই, সকল জাতিই স্বই দেশুহইতে দ্রাঘিম। পরিমাণ করে । যথা ফরাশীশ লোকের। পারিস ব্লাজধানী হইতে এব^ ই°\রাজের। লণ্ডন রাজধানী হইতে দ্রাঘিমা পরিমাণ করে, উত্তমাশা, অন্তরীপ পূৰ্ব্ব দ্রাঘিমার ১৮। অশে এব^ দক্ষিণ অক্ষা^শের ৩৪। অ-শে স্থাপিত আছে । কেন্দ্রীয় মণ্ডল, মকর মণ্ডল এব^ কর্কটমণ্ডল দ্বার পৃথিবী যে কত্বিপয় ভাগে বিভক্ত হয়, তাহারদিগেরকে কটিবন্ধ কহ যায়,যেহেতু কটিবন্ধের ন্যায় তাহার। ভূগোলের পূৰ্ব্বপশ্চিমে বেষ্টিত আছে। সৰ্ব্বযুদ্ধ পঞ্চ কটিবন্ধ আছে যথা এক উষ্ণকটিবন্ধ, দুই মাধুৰ্য্যকটি বন্ধ এবং দুই শীত কাষ্ট্ৰবন্ধ ৷ । g o বিষুবরেখারউত্তরে কর্কটমগুদ্ধ হইতে এব^দক্ষিণে মকর মণ্ডল পর্যন্তু যে স্থান, তাহাকে উক্ষকটিবন্ধ কহ যায় । তাহ উত্তর দক্ষিণে প্রায় ১৬২১। ক্রোশ প্রস্থ । অতি উত্তাপজন্য পণ্ডিতেরা ইহাকে উষ্ণ কাটবন্ধ কহিয়াছেন। উষ্ণকাটবন্ধে অতিশয় গ্রীষ্ম ঝড় ভূমিকম্প এবণ পীড়। উপস্থিত হইয়া থাকে । তত্রস্থ