পাতা:ভূগোল (অক্ষয়কুমার দত্ত).djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wo. অনুষ্যগণ অতি ক্ষীণ এব৯ জলস্বযুক্ত। কর্কট মণ্ডল হইতে উত্তর কেন্দ্রীয় মণ্ডল পৰ্য্যন্ত যে স্থান তাহার নাম উত্তর মাধুৰ্য্য কটিবন্ধ এব• মকরমণ্ডল হইতে দক্ষিণ কেন্দ্রীয় মণ্ডল পৰ্য্যস্ত যে স্থান জাহারলাম দক্ষিণ মধুৰ্য্য কটিবন্ধ। প্রত্যেক মাধুর্য্য কটিবন্ধ প্রায় ২৪৮২ ক্রোশ প্রন্থ। শীত গ্রীষ্মের মাধুৰ্য প্রযুক্ত ইহার নাম মাধুর্য্য কটিবন্ধ হইয়াছে। তত্রস্থ লোকের। সৰ্ব্বাপেক্ষা বলবান ও পরিশ্রমি। উত্তরকেন্দ্রীয় মণ্ডল্প হইতে উত্তর র্কে পর্যন্ত যে স্থান তাহার নাম উত্তর শীত কটিবন্ধ এবণ দক্ষিণ কেন্দ্রীয় মণ্ডল হইতে দক্ষিণকেন্দ্র পর্যন্ত যে স্থান তাহার নাম দক্ষিণ শীত কটিবন্ধ । অভ্যন্ত শীত হেতু ইহাকে শীত কটিবন্ধ কহ যায় । তত্রস্থ লোকের খৰ্ব্বাঙ্গ ও অসভ্য । r. সমুদয় পৃথিবীর বা তাহার কোন খণ্ডের চিত্র কে মাপ কহ যায়। মাপের উদ্ধভাগে উত্তরদিক, অধো, ভাগে দক্ষিণদিক দক্ষিণভাগে পুর্ঘদিক, এবং বামভাগে পশ্চিমদিক। পূৰ্ব্বোত্ত মণ্ডলাদি মাপে চিত্রিত আছে। নাবিকের অকুল সাগর মধ্যে কোম্পাশ নামক মন্ত্র দ্বার দিক নিরুপণ করে কোম্পাশের মধ্যে লোহ এবণ চুম্বক মণি নির্মিত এমত এক শলা আছে যে সে সৰ্ব্বদাই উত্তর দিকে মুখ কয়িয় থাকে, সুতরা এক দিক নির্ণয় হইলে সহজে অন্যদিক নিশ্চিত হয় । ।