পাতা:ভূগোল (অক্ষয়কুমার দত্ত).djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

XX হিন্দী মহাসাগরের পশ্চিম সীমা আফ্ৰিকা, পূৰ্ব্বসীমা নব হলগু, উত্তর সীমা ভারতবর্ষ, দক্ষিণ সীম। দক্ষিণ মহাসাগর । তাহার পরিমাণ ২৫০০ ক্রোশ:দীর্ঘ এব^ ২০০০ ক্রোশ প্রস্থ । - উত্তর মহাসাগরের উত্তর সীম৷ উত্তর কেন্দ্র দক্ষিণ সীমা উত্তর কেন্দ্রীয় মণ্ডল । , - দক্ষিণ মহাসাগরের দক্ষিণ সীমা দক্ষিণ কেন্দু উত্তর সীম৷ উত্তমাশা অন্তরীপ, হৰ্ণ অন্তরীপ এব^ নব জীলণ্ডের উত্তর অপশ । ৪ অধ্যাকুt: 1, আসিয়ার উত্তর সীম৷ উত্তর মহাসাগর, দক্ষিণ সীমা হিন্দী মহাসাগর, পূৰ্ব্বসীম পাসিফিক মহাসাগর, পশ্চিম সীমা ইউরাল পৰ্ব্বত, বলগা নদী, ডন নদী, আজব সাগর, কৃষ্ণ সাগর, মামোরা সাগর, ভূমধ্যস্থ সাগর, সুযেজ ডমরুমধ্য এবং লোহিত সাগর । w আসিয়ারমধ্যে এই কতিপয়দেশ আছে যথা উত্তর ভাগে রুষিয়াবা রুষদেশ, পশ্চিম ভাগে তুর্কী এব^ আরব দেশ, পূর্ব ভাগে চীনত্যতার ও চীন, মধ্য ভাগে তিব্বত, স্বাধীন তাতার, পারস্ব ও কাবুল, দক্ষিণ ভাগে ভারতবর্ষ, শ্যাম, ব্ৰহ্মরাজ্য এবং বালুচি স্থান । আসিয়ার পূৰ্ব্বদিকে যাপনে ও অন্য২ ক্ষুদ্র উথদ্বীপ মাপান রাজ্য নামে খ্যাত আছে ।