পাতা:ভূগোল (অক্ষয়কুমার দত্ত).djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*> ভোগি, নম্র কিন্তু ক্রর এব^লোভি বাঙ্গালির শিষ্ট, বুদ্ধিমান,"অধীনতা বুদ্ধিবিশিষ্ট, অলস, ভীত, ঐক্যহীন, ব্ৰহ্মদেশীয়ের এবং শ্যাম দেশীয়ের অসৎ, আশুক্ৰোধি,এবণ সতর্ক। যাপান দেশীয়ের চীনের দিগের ন্যায় অদ্ধ সভ্য । য়িহুদীরা লোভি এব^ আত্ম শ্লাঘি। আর্মানির অতি সুন্দর । কাশ্মীর দেশীয়ের এব৯ নয়পালী লোক সাহসী এব• অতি সুন্দর । সিকের সাহসী এবং দপকারী । মলায়,জাতি নিষ্ঠর এব" বোম্বেটিয়া । আফগানস্থানির যোদ্ধ৷ কিন্তু শ্রম বিমুখ । জাতি বিশেষের ধৰ্ম্ম এবং শাষন } আর্মানির খ্ৰীষ্ট ধর্মাবলম্বি। য়িহুদীরা মুসা মতগ্ৰাহি । হিন্দুর প্রায় পেতুলিক । শিবির দেশী লোকের অধিকাংশ পৌত্ত্বলিক । পারস্ব তুর্কী আরব মাফগান তাতার এব°\ মলায়া দেশীয় লোক প্রায় মে।সমৃমান । ব্ৰহ্ম এব৯ শ্যাম দেশায়ের বৌদ্ধ ধর্মবলম্বি। চীনের অধিকাংশ মনুষ্য বৌদ্ধ অথচ যামুনির মতাবলম্বি। তিব্বতের লোকের মহালাম নামক বুদ্ধ অবতারকে পূজা করে । । আসিয়াস্থ রাজ্য সমুদয় একাধিপতি ভূপতি কর্তৃক শাসিত হয়; তাহার নিয়ম সত্ত্বেও স্বেচ্ছানুসারে রাজত্ব করে ।