পাতা:ভূগোল (অক্ষয়কুমার দত্ত).djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*8 য়ালীয়র—আগর। নগরে আকবর বাদশাহের গোর স্থান এবং প্রসিদ্ধ তাজমহল স্থাপিত আছে। সপ্তম খণ্ড অালাহাবাদ রাজ্য—তাহার প্রধান নগর অালাহাবাদ ব। প্রয়াগ । এব^বারানসী—এই বারানসীতে বহুকালাবধি স^স্কৃত বিদ্যালয় আছে । অষ্টম খণ্ড মালোয়।—তাহার প্রধান নগর উজ্জৈন এব^ হিণ্ডোর। নবম খণ্ড, অযোধ্যা—তাহার আধুনিক রাজধানী গোমতী নদী তীরস্থ লকনউ–এব^ প্রধান নগর ফিজাবাদ এবণ অযোধ্য। পূৰ্ব্বাদগে দশম খণ্ড বেহার বা মগধ —তাহার প্রধান নগর পাটন এবং মুঙ্গের—এই উভয় নগরই গঙ্গার ধারে স্থাপিত আছে । একাদশ খণ্ড, বঙ্গ তাহার বিবরণ ই’লণ্ডীয়ধিকৃত রাজ্যের বিবৱণ মধ্যে লিখিত হইবে ।