পাতা:ভূমিপরিমাণবিদ্যা.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৬ মদী মাপ করিবার নিয়ম। ,"ীয় পারের কোন এক নিৰ্দ্ধারিত স্থান হইতে পর পায়ের ভীরস্থ বৃক্ষাদি অথবা অন্যকোন কপিত বস্তুকে সরকমফরেষ্ট দ্বারা লক্ষ্য করিয় তাহার ডিগ্ৰী নির্ণয় করিবেক, অনন্তর স্বীয় পারের যেস্থানে ঐ যন্ত্র স্থাপিত করা গিয়াছে সেই স্থানহইতে ৫০ কিম্ব ১• ০ অথবা যে কোন পরিমাণ অন্তরে অন্যএক বন্ধকে লক্ষ্য করিয়া ঐ সরকমফরেন্ট দ্বারা তাহার ও ডিগ্ৰী নির্ণয় করিষেক পরে ঐ উভয় নিৰ্দ্ধারিত ডিগ্রীর পরস্পর অন্তর করিলে যে কয়েকডিগ্রী অবশিষ্ট হইবেক তাহ যত্নস্থাপিত স্থলের কোণের পরিমাণহইবেক,এইরূপ দ্বিতীয় লক্ষিতস্থান হইতে উক্ত যায়৷ প্রথমতঃ পারান্তরে সেই চিহ্নকে নিরীক্ষণ করিয় তাহার ডিগ্রী নিশ্চয় করবেক পরে ঐ স্বীয় পারস্থ দ্বিতীয় লক্ষিত স্থান হইত্তে স্বীয় পারস্থ সেই প্রথম স্থানকে লক্ষ্য করিয়া তাহারও ডিগ্রী নিশ্চয় করিবেক পরে দ্বিতীয়বারে প্রাপ্ত এ উভয় ডিগ্রীর পরপর বাকি কাটিলে যে কয়েক ডিগ্রী অবশিষ্ট হইবেক তাহ স্বীয় পীষ্ট্ৰন্থ ছিভায়লক্ষিত স্থানের কোণের পরিমাণ হইবেক। এইরূপে স্বীয় পারস্থ দুই লক্ষিত স্থানের কোণের ডিগ্ৰী নিশ্চয় করিয়া স্বপারস্থ উভয় লক্ষ্যের মধ্যে পরিমিত স্থান কল্পনা করিয়া রেখাপাতদ্বারা পত্রাকচ করিবেক অর্থাৎ কাগজে লিঞ্জিরেক পরে প্রোটকটী~গজেরদ্বারা পূৰ্ব্বলৰ ডিগ্ৰীছয় যে স্থানেপতিভ হয় সেই স্থানে রাখিয়া কম্পিত পরিমিত রেখা হইতে ডিগ্রীর উপরে রেখাপাত করিয়া ত্রিকোণ ক্ষেত্ৰ করিৰেক, অনন্তর ঐ ভূজম্বরের মিলনস্থান হইতে কম্পিত ভূমির উপরে সরল রেখা করিবেক, তদনন্তর প্রথম কল্পিত রেখার পরিমাণ কপালদ্বারা নিৰ্দ্ধার্ঘ্য হইলে তাহার হিসাৰানুসারে ঐ লম্ব।