পাতা:ভূমিপরিমাণবিদ্যা.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8) স্থান হইতে গ্রামের চত্তঃসীম মাপ করিয়া কাগজে নকল এ. . পরিমাণের অঙ্কপাত করিবেক, পরে ঐ সীমা অবধি এগুনুক্রমে ক্রমশ মধ্যস্থ ভূমিখণ্ড সকলের মাপ এবং নকসা করিত্বেক এবং মাপ আরম্ভাবধি বৃক্ষ, পুষ্করিণী, নদ, নদী, খাল, ডম্বর, জঙ্গল, পথ, বাটী, মন্দি প্রভত্তি, এবং ক্ষেত্রোৎপন্ন শস্যাদি যে স্থলে যেরূপ আছে, তাহার নাম, পরিমাণ, আকৃতি এবং বিবরণ, তত্তৎস্থানে এনকসার কাগজে চিত্রিত ও অঙ্কিত করিবেক। তার শেষ হইলেই গ্রামাদির পরিমাণ ও নকসার পাণ্ডুলিপি প্রস্তুত হইবে । উক্ত পাণ্ডুলিপি প্রস্তুত হইলে গ্রামের মধ্যস্থ কোন স্ব নে দিক চিকা স্থাপন করিয় তাহারদ্বারা দিগ্নিৰ্ণয় করত ঐ অনুরূপচিত্রে অঙ্কিত করিবেক । প্লেন টেবিলেরদ্বারা জাতচিত্রদ্বয় দুষ্টব্য । পরিষ্কৃত মকস । সরকম ফরেন্ট এবং প্লেনটেবিল এই উভয় যন্ত্রদ্বারা গ্রামাছি জরিপ করিবার যে দুই প্রকার ধারা প্রদর্শিত হইল তন্মধ্যে সরকমফরেষ্টদ্বারা কেৱল নকসারঠিামাত্র প্রস্তুতকৃয় সুতরাং তদৃষ্টি অজ্ঞাত ব্যক্তির সেই গ্রামাদির আকৃতি ও অবয়ব সংস্থানবোধ হইতে পারে না। এৰং প্লেনটেবিলম্বারা জরিপ হইলে তৎকালে নকসার পাণ্ডুলিপি প্রস্তুত হওয়াতে যদ্যপিও তাহাদ্বারা পরিমিত এমোদির আকৃতি স্থলরূপে জানা যাইতে পারে তথাপি ঐ পাণ্ডুলিপি মাত্র দৃষ্টে অপরিচিত ব্যক্তির সম্যক্রুপে সেই এমোদির বিশেষ জ্ঞান হয়ন,অতএব নক্সারচিঠ কিম্ব নকসার পাণ্ডুলিপি হইতে পরিকৃতনকসা করণের আবশ্যক হয়।.