পাতা:ভূমিপরিমাণবিদ্যা.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8९ চিত্র করিবার ধারা। সরকম ফরেষ্ট দ্বারা জাত নক্সার চিন্তাতে কোণের ডিগ্রী, রেখা, ও তৎপরিমাণান্ধ দেখিয় পরিষ্ককৃত নকসার কাগজে ইস্কেলম্বারা সেই সকল কোণাদির পরিমাণ করত রেখাপাত্ত করিবেক, এবং এ নক্যার চিষ্টায় যে স্থানে যেরূপ বৃক্ষ বাটী প্রভৃতি লিখিত থাকে, পরিকৃতনকসার তত্তৎস্থানে সেইরূপ অঙ্কিত করিৰেক । এইরূপে নকসার চিঠায় উ" লিখিত তাবৎ কোণের ডিগুী ক্রমশ দেখিয়৷ সেই ডিগ্রীর অবাধে কোণাদি এবংনদনদী,খাল,ডহর প্রভৃতি যথাস্থিত স্থানে অঙ্কিত করিলে পরিমিত গ্রামাদির অবিকল অবয়ব চিত্রিত হইবেক । প্লেনটেবিল দ্বারা জাত নক্সার পাণ্ডুলিপিতে পরিমিত গ্রামাদির স্থল অবয়ব রেখাদ্ধার অঙ্কিত থাকে অতএব তাহ। হইতে পরিহকৃত নকসা করিতে হইলে পরিকৃত নকসার কাগ জের উপর ঐ নক্সার পাণ্ডুলিপি বদ্ধপ্রায় করিয়া পাণ্ডুলিপির রেখার উপরি সমসূত্ররূপে সূচ্যগ্র বিদ্ধ করিবেক যাহাঁতে ঐ পাণ্ডুলিপির রেখার তুল্য পরিষ্কৃত নকুসার কাগজে সূচ্যগ্রাঙ্কিত রেখা হয়। পরে ঐ নকসার পাণ্ডুলিপি তথাহইতে সম্মুখেরাথিয় তাহার রেখাদি দৃষ্টি করিয়া পরিষকত নকসার কাগজের সূচ্যগ্রাৱিত চিহ্নোপরি মস্যাদি দ্বারা রেখাপাত করিবেক এবং নকসার পাণ্ডুলিপির যে স্থানে যেরূপ মন্দির, বাটী, বাগতি, জলাশয় প্রভৃতি থাকে তাহার নাম ও আকৃতি ভক্রপে সেই২ স্থানে আঙ্কিত এবণ৯ চিত্রিত করিবেক । উক্ত প্লেন টবিল যন্ত্রদ্ধার জরিপ করিবার সময়ে যদ্যপি জরিপকর্তা ইস্কেলব্যবহার না করিয়া থাকেন তবে নকসারপাণ্ড, লিপিতে চিত্রিত কোণাদি অপরিমিত প্রযুক্ত পরিষ্কৃত নকসা