পাতা:ভৈষজ্য-রত্নাবলী - দুর্গাদাস কর.djvu/৭১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
পরিশিষ্ট।
৬৯৮

 Solution of Red Prussiate of Potash. রেড প্রুসিয়েট অব পটাশ, দ্রব। রেড প্রুসিয়েট অব্ পটাশের দানা, 1০ আউন্স; পরিশ্রুত জল, ৫ আউন্স। দ্রব করিয়া ছাঁকিয়া লইবে।

 Solution of Sulphate of Indigo. সালফেট, অব, ইণ্ডিগো দ্রব। ইণ্ডিগো (নীল) শুষ্ক ও সূক্ষ্ম চূর্ণ, ৫ গ্রেণ; গন্ধক-দ্রাবক, ১০ আউন্স। পরীক্ষা-নলে নীল ও ১ ড্রাম্ গন্ধক-দ্রাবক মিশ্রিত করিয়া এক ঘণ্টা পর্যন্ত জলস্বেদন-যন্ত্রোত্তাপ প্রয়োগ করিবে। পরে যে নীল দ্রব প্রস্তুত হইবে. তাহাকে অবশিষ্ট দ্রাবকে ঢালিয়া দিবে ও আলোড়ন করিবে, এবং অদ্রবীভূত ইওিগো অধঃস্থ হইলে, উপরিস্থ পরিষ্কার দ্রব কাচের ছিপিযুক্ত বোতলে ঢালিয়া লইবে।

 Solution of Sulphate of Iron. হিরাকস দ্রব। গ্রান্যুলেটেড সালফেট্ অব্ আয়রন্, ১০ গ্রেণ; স্ফুটিত পরিশ্রুত জল, ১ আউন্স। দ্রব করিয়া ছাঁকিয়া লইবে। এই দ্রব সদ্য প্রস্তুত করিয়া লইবে।  Solution of Sulphate of Lime. সালফেট অব্ লাইম্‌ দ্রব। প্লাষ্টার্ অব্ পারিস্,।০ আউন্স; পরিশ্রুত জল, ১ পাইণ্ট। চীন খলে প্লাষ্টার্ অব, পারিস্কে ২ আউন্স জলের সহিত কয়েক মিনিট পর্যন্ত মর্দন করিবে, পরে অবশিষ্ট জলপূর্ণ একটি এক পাইণ্ট পরিমাণ বোতল মধ্যে ঢালিয়া বহুবার উত্তমরূপে আলোড়ন করিবে, অদ্রবীভূত সালফেট অধঃস্থ হইলে ছাঁকিয়| লইবে।

 Solution of Sulphide of Ammonium. সালফাইড অব্ এমোনিয়াম্ দ্রব। এমোনিয়া দ্রব ৫ আউন্স। ৩ আউন্স এমোনিয়| একটি বোতলে ঢালিবে, এবং যে পর্যন্ত শোষিত হয়, সে পর্যন্ত ইহাতে সাফিউরেটেড হাইড্রোজেন্ বাষ্প প্রয়োগ করিবে; পরে অবশিষ্ট এমোনিয়া সংযোগ করিয়া ঘসা কাচের ছিপিযুক্ত হরিৎবর্ণ বোতলে উত্তমরূপে বদ্ধ করিয়া রাখিবে।

 Solution of Tartaric Acid. টার্টারিক্ এসিডের দ্রব। টার্টারিক্ এসিডের দানা, ১ আউন্স; পরিস্রুত জল, ৮ আউন্স; শোধিত সুরা, ২ আউন্স্। টার্টারিক্ এসিডকে জলে দ্রব করিবে, শোধিত সুরা সংযোগ করিবে ও কাচের ছিপিযুক্ত বোতল মধ্যে রাথিয়া দিবে।

 Solution of Yellow Prussiate of Potash, ইয়েলো প্রুসিয়েট অব্ পটাশ্ দ্রব। ইয়েলো প্রুসিয়েট অব্ পটাশের দানা,।০ আউন্স্; পরিশ্রুত জল, ৫ আউন্স্। দ্রব করিয়া ছাঁকিয়া লইবে।