পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, দ্বাদশ অধ্যায়, ৩৭ কেননা আপনার কথানুসারে তুমি নির্দোষী ঠাইরা যাইবা, এবং আপনার কথানুক্রমে জুমি দোষী ঠাহর যাইবা, ৩৮ তখন কতেক জন অধ্যাপক ও ফারিসী উত্তর করিয়া কহিল, হে গুরে আমরা আপনকার স্থানে চিহ্ন দেখিতে ইচ্ছা করি, - ৩১ কিন্তু তিনি তাহারদিগকে পুছন্তর করিয়া কহিলেন, একটা মন্দ ও পারদরিক লোক চিহ্নের অন্যেষণ করিতেছেঃ কিন্তু য়োনা ভবিষ্যদ্বক্তার চিহ্ন ব্যতিরেক তাহাকে কোন চিহ্ন দেওয়া যাইবেক ন}; ৪ ০ কেননা যে মত য়োনা তিন দিব। রাত্রি মৎস্যের উদরে ছিল,সেই মত মনুষ্যের পুত্র তিন দিব। রাত্রি পৃথিবীর অন্তরে থাকিবে, ৪১ এই বৰ্ত্তমান লোকের সহিত নিলিবের লোক বিচারে উঠিবে, ও তাছারদের দোয় বৰ্ত্তাইবে : কেননা য়োনার উপদেশে তাহারা মন ফিরাইল ; ও দেথ য়োন হইতে এখানে এক জন গুরুতর অাছে, a , দক্ষিণদিগের রাণী এই বৰ্ত্তমান লোকের সহিত বিচারে উঠবে, ও তাছার দোষ বৰ্ত্তাইৰে ; কেননা সে শলমনের বৃদ্ধি শুণিতে পৃথিবীর সীমা হইতেই আগমন করিল; কিন্তু দেখা শলমন হইতে এখানে একজন গুরুতর আছে ৪৩ অপবিত্র ভূত মনুষ্যের অন্তর হইতে বাহির হইলে পরে সে স্তম্বস্থান দিয়৷ গতি করিয়া বিশুম দুড়িতেছে, কিন্তু কিছু পাইতেছে ন},