পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাভিউ, ক্রয়োদশ অধ্যায়। ং এর তাহার নিকটে বড় লোকারণ আসিয়া সংগ্ৰহ হইল, তাহাত তিনি এক ডিঙ্গাতে চড়িয় বসিলেন ; এবং ঘটা সমূহ তীরে দাড়াইয়। থাকিল, ৩ এবং তিনি দূটান্ত বচনে অনেক প্রসঙ্গ তাহারদিগকে কহিতে লাগিলেন, কহিলেন দেথ এক বুনন্য বীজ বুলিতে বাহিরে গিয়াছিল ৪ বুনিতে কিছু পথের পার্থে পড়িল, তাহতে পক্ষি সকল আসিয় তাহ থাইয়। ফেলিল । ৫ কিছু পাষাণ স্থলেতে পড়িল, যেখানে বিস্তর মৃত্তিকা ছিল না, এবং তৎক্ষণাৎ সে বাড়িয়া উঠিল ; কেনন তাহার মত্তিক গভীর ছিল না. ৬ এবং সূর্যের উদয় হইলে পরে তাহ দগ্ধ হইল, ও তাছার মূল না হওয়াতে সে শুষ্ক হইয়া মরিয়া গেল, ৭ এৰ কিছ । কাটা বনের মধ্যে পড়িলে সে কাটা সকল বাড়িয় তাহ দ্বাৰাইয়। রাখিল ৮ কিন্তু আর ং সকল ভাল ভূমিতে পড়ি , ও ফল দিল; কতক শত গুণ, কতক ষষ্টি গুণ, কতক ত্রিশ গুণ, ১ যাহার শুনিবার কর্ণ আছে সে শুণুক, ১ ও পরে শিষ্যগণ আসিয়। তাছাকে কহিলেক,আপনি কি জন্যে তাহারদিগকে দৃষ্টান্ত কথাতে কহিতেছেন : ১১ তিনি তাহারদিগকে উত্তর করিয়া কছিলেন, সে কি জন্যে না তোমারদিগকে স্বর্গের রাজ্যের নিগূঢ় বিষয় জানিতে গুদান হইয়াছে, কিন্তু তাহারদিগকে সে দেওয়া যায় না. ১ং কেননা যাহার স্থানেডে ভলছে তাছাকে দেওয়া যাইবে,ও তাহার বাহুল্যত হইবে;কিন্তু যাহার স্থানেতে নাই, স্বর যে কিছু তাহার স্থানেতে আছেই তাহাও তাহার নিকট হইতে লওয়া যাইহে