পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, ত্রয়োদশ অধ্যায়ু, ১ ও অতএব তাহারা দেথিয়া দেখে না,ও শুগিয়া শূণে স্না, এবং বুঝেও না ; এই নিমিত্তে আমি তাহারদিগকে দৃষ্টান্ত কথ্য স্থারাতে কহিতেছি, ১৪ এবং তাহারদিগেতে য়িশাইহার ভবিষ্যদ্বাণী পূর্ণ আছে, যে শুণিতে তোমরা শুণিৰ কিন্তু বুঝিরা না; এব: দেখিতে তোমরা দেখিব। কিন্তু দিশ পাইবা না : ১৫ কেননা এই লোকের অন্তঃকরণ মোট হইয়া গিয়াছে, এবং শুণিতে তাহারদের কর্ণ ভারী, ও আপনারদের চক্ষু তাহারা বুজাইয়া রংথংয়ে কি জানি বা কোন সময়ে তাহারা চক্ষুতে দেখে,ও কণেতে শূণে, ও মনেতে বুঝে,ও তাহারদের সুমতি হয়, এবং আমি তাহারদিগকে সুস্থ বা করি, ১৬ কিন্তু ধন্য তোমারদের চক্ষু যে তাই দেখে, ও তোমারদের কর্ণ যে তাহ শূণে. ১৭ কেমন আমি তোমারদিগকে সত্য কহি,যাহা তোমরা দেখিতে পাইতেছ, তাহ অনেক ভবিষ্যদ্বক্তা ও সৎপুরুষ দেথিতে ইচ্ছা করিয়াছে,কিন্তু দেখিতে পাইল না ; এবং যাহা খ তোমরা শুণিতে পাইতেছ, তাহ শুণিতে চাহিয়াছে, কিন্তু শুণিতে পাইল না; ১৮ অতএব বুনন্যার দৃষ্টান্ত কথা শুণ, ১১ যখন কেহ রাজ্যের কথা শুণিয়া বুঝে না, তখন পাপাত্মা আসিয়া তাহার মনে যাহা বুন। গিয়াছিল, তাহা কাড়িয়া লইয়া যাইতেছে : এ সেই যে পথের পার্শ্বে বীচী পড়িল. o ২০ কিন্তু যে ব্যক্তি পাষাণ স্থলেতে বীচী পুপ্ত ছিল সেই সে আছে, যে বাণী শুণিৰ মাত্র তাহ সানন্দ্রে গুহণ করিতেছে,