পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, ক্রয়োদশ অধ্যায়. ২১ কিন্তসে আপনার অন্তরে মূল স্বরে না, কিন্তু কিছুক্ষণ থাকে; কেননা যখন বাণীর নিমিত্তে কৃেশ ও তাড়ন উপস্থিত্ত হয়, তখন সে শীঘ্ৰ উচট খায়, ং খ ও কাটা বনের মধ্যে যে বীচী পাইল সেই সে আছে, যে বাণীটা শুদ্ৰণ করিতেছে, কিন্তু এ জগৎসংসারের চিন্তা ও থনের ভূক্তি বাণীকে দাবাইয়া রাখে, তাহাক্তে সে নিয়ল থাকে, ং৩ কিন্তু ভাল ভূমিতে যে বীচ পাইল সেই সে আছে, যে বাণীটা শুবণ করিয় তাহা বুঝে, যে ফল ধরিয়া উৎপত্তিও করে, কয়টা শতগুণ, কয়টা ষষ্টি গুণ, কয়ট ত্রিশ গুপ, ২৪ পরে তিনি আর এক দৃষ্টান্ত তাহারদিগকে পুস্তাব করিলেন, যে স্বর্গের রাজ্য এক জনের তুল্য,যে আপন ক্ষেত্রে , ভাল বীজ বুনিয়াছিল: ২৫ কিন্তু জন সকল নিদ্রায় থাকিতে তাহার শত্ৰু আসিয়া গোমের মধ্যে বনৰীচী ফেলিয়া চলিয়া গেল, ং ৬ কিন্তু পত্র বাড়িলে পরে যখন শীষ উঠিতে লাগিল, তথন বনঘাস ও দর্শন দিল, ং ৭ অতএব সে গৃহস্থের ভূত্য সকল আসিয়া তাহাকে কহিলেক, হে মহাশয় আপনি আপন ক্ষেত্রে কি ভাল বীজ বুনিলেন না; তবে বনঘাস কোথা হইতে হইলঃ ২৮ তিনি তাহারদিগকে কছিলেন, কোন বৈরী ইহা করিয়া থাকিবে, ভূত্যের কহিলেক, তবে আপনকার ইচ্ছা হয় তো আমরা যাইয় তাহ উথড়াইয়া লই? ২৯ কিন্তু তিনি কহিলেন, যে না ; কি জানি বনঘাস উখড়াইতে খ তোমরা গোমও তাহার সহিত উৎখাত বা কর