পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতিউ, ক্রয়োদশ অধ্যক্ষ্ম, ওং তিনি তাহারদিকে উত্তর করিয়া কছিলেন, ভাল বীচী যিনি রোপণ করিলেন তিনি মনুষ্যের পুত্র, এ৮ ক্ষেত্র অাছে জগৎ, তাল বীচী রাজ্যের সন্তান; কিন্তু ৰনঘাস দুষ্ট ব্যক্তির সন্তান, ৩১ যে শবু তাহারদিগকে রোপণ করিয়াছিল সে শয়তান, কাটনের সময় জগতের শেয়, এবং কাটন্য সকল স্বৰ্গীয় দূতগণ, ৪ ও অতএব যেমত বমঘাস একত্র কর গেলে পোড়ান যায়, সেই মত এই জগতের শেষে হইবে, ৪ । মনুষ্যের পুত্র আপন দূতগণেরদিগকে পাঠাইস্ক দিবেন, ও সে তাহার রাজ্য হইতে সমস্ত দোফনীয় বিস্বয় ও কুকরিদিগকে একত্র করিয়া বাহির করিবে: ৪২ এবং তাহারদিগকে অগ্নিকুণ্ডে ফেলিয়া দিবে, তথায় ব্ৰাহি ২ শব্দ ও দন্তের কড়মড়ি হইবে, ৪ ৩ তখন ধাৰ্ম্মিকেরা আপনারদের পিতার রাজ্যে সূর্যেরন্যায় দীপ্তমান হইবে, যাহার গুণিবার কর্ণ আছে সে শুণুক, ৪৪ আরবার স্বর্গের রাজ্য ভূমিতে গুপ্ত ধনের ন্যায়, যাহার উদেশ এক মনুষ্য পাইলে পরে তাহ লুকাইয়া রাথিয় তাহার আনন্দে যাইয়া আপন সমস্তই বিক্রয় করিয়া সেই ভূমি ক্রয় করিতেছে, ৪৪।৪৬ আরবার স্বর্গের রাজ্য দিব্য মুক্তার অন্বেষণের এক বণিকের মত আছে, যে এক মূল্যবান মুক্তার উদেশ পাইলে পরে সে যাইয় আপনার সূৰ্ব্বস্ব বিক্রয় করিয়া তাহা ক্রয় করিল,