পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, পঞ্চদশ অধ্যায়. ১১ কেননা অন্তঃকরণ হইতে কুচিস্ত বন্ধ পরদায় বেশ্যাগমন চৌর্য মিথ্য সাক্ষী ঈশ্বর নিন্দ, এ সকল বাহির হইতেছে ং • এই সকল মনুষ্যকে অপবিত্র করায়; কিন্তু অর্থেীত হত্তে ভোজন করা মনুষ্যকে অপবিত্র করায় না. ং ১ তখন য়িস্ত সেখীন হইতে পুস্থান করিয়া সোর ও সীদনের অঞ্চলে গেলের. S BB BB BBB Bu BBB BBS BB BBBB BBS ভাইল,এবং তাহার প্রতি চেচাইয়া কহিল,হে পুতে। দাউদের সন্তান আমার উপর দয়া করুণ: মোর কন্যা ভূতে অত্যত বেদনায় ক্লিষ্ট হইয়াছে, S S S B BB BBB BBS BBBBBBB BS BB তাহার শিষ্যেরা আসিয়া তাহকে মিনতি করিয়া কহিলেক, ইহাকে বিদায় করুণ,কেনন। সে অামারদের পশ্চাৎ চেচাইতে থাকিতেছে, - - ং ৪ কিন্তু তিনি উত্তর দিয়া কহিলেন, তামি য়িশরালের গোত্রের নিরুদেশ মেয়ের ঠাই ব্যতিরেক প্রেরিত হই নাই২৫ তখন সে শ্ৰী আসিয়া তাহাক পূজা করিয়া কহিল, হে পুভে। আমার উপকার করুণ, ২৬ কিন্তু তিনি ভউর করিয়া কহিলেন, ছাওয়ালেরদের ভক্ষ্য দুর্য লইয়া কুকুরের কাছে ফেলা বিহিত নহে, * ২৭ সে কহিল সত্য পুভু, ততাপি স্বামির মোজ হইতে যে গড়া গাড়া পড়িয়া থাকে, তাছা কুকুৰ সকলে থায়, ং ৮ তখন য়িস্ত তাহাকে উত্তর করিয়া কহিলেন, হে নারি তোমার বিশ্বাস বড়ই তাছ, তোমার ইচ্ছ। যেমত হয়, সেমতই তোমাকে হউক, এবং সেই দণ্ড হইতেই তাহার কন্যা সুস্থা হইল,