পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/১৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, উনবিংশতি অধ্যায়. ১ এবং আমি তোমারদিগকে কছি, যে ব্যভিচার কারণ ব্যতিরেক যে কেহ তাপন স্ত্রীকে বৰ্জ্জন করিয়৷ অন্যকে বিবাহ করে, সে পরদার করে এবং যে কেহ সে বৰ্জ্জিত স্ত্রীকে ৰিবাহ করে সেও পরদার করে. ১ • তাহার শিষ্যেরা তাহাকে বলিল, যদিস্যাৎ আপন স্ত্রীর সঙ্গে পুরুষের এমন গতিক হয়, তবে বিবাহ করা ভাল নয়. ১১ কিন্তু তিনি তাহারদিগকে কহিলেন, এই কথা সকল মনুষ্য গ্রহণ করিতে পারে না, কেবল সেই লোক যাহারদিগকে সাধ্য দেওয়া গিয়াছে, ১ ই কেননা কতেক নপুংসক আছে, যে আপনারদের মাতার গৰ্ত্ত হইতে অমনি জন্মিল: এৰ কতেক নপুংসক আছে, যে মনুষ্যেরদের দ্বারাকৃত নপুংসক হইল : আর এমন নপুংসক আছে, যে স্বর্গের রাজ্য বিষয় আপনারা আপনারদিগকে । নপূসক করিয়া দিয়াছে, যে জন সেই কথা গ্রহণ করিতে পারে সে গুচণ করুক, ১ ও তখন তাহার নিকটে ছোট শিস্তরদিগকে আমা গেল, যে তিনি তাহারদের উপর হাত দিয়া প্রার্থনা করেণ; তাহাতে শিষ্যগণ তাহারদিগকে থমকাইতে লাগিল, ১ ৪ কিন্তু য়িস্ত কহিলেন, ছোট শিশুরদিগকে থাকিতে দেও, আমার নিকট আসিতে নিষেধ করিও না; কেনন} এমতের দিগ হইতেই ঈশ্বরের রাজ্য হয়. ১ ৫ এবং তিনি তাহারদের উপর হাত দিয়া সেখান হইতে পুস্থান করিলেন, ১ ৬ পরে দেখ এক জন আসিয় তাহাকে বলিল, হে ধাৰ্ম্মিক গুরো, আমি কোন ধৰ্ম্ম করিব, যাহাতে আমার অনন্ত জীবন পুপ্তি হয়: