পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/১৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, ত্ৰিশতি অধ্যায় ং • তখন জেবদির পত্রেরদের মতে আপন পুত্ৰৱদেক্ক সহিত তাহার নিকটে আসয় পূজা করিয় তাহার স্থানে কিছ অনুগ্রহ চাহিল, ং তিনি তাহাকে কহিলেন, তুমি কি চাহ : সে তাহাকে বলিল, তোমার রাজ্যেতে এই আমার দুই পুত্র এক জন অপেন দাঙ্কণ পার্শ্বে ও অন্য জন আপন বাম পার্শ্ব বসিতে স্লাজা বরুণ, ং কিন্তু য়িস্ত উত্তর দিয়া কছিলেন, তোমরা কি চাহ তাছা তোমরা জান না, আমি যে বাটীতে পিব তাহাতে তোমরা না কি পান করিতে পার, ও যে বাপটিয়ে আমি বাপ্‌টাইজিত হইতেছি, তাহায় কি তোমরা বা টাইজিত হইতে পার ? তাহারা বলিল আমরা পারি. ২৩ তখন তিনি তাহারদিগকে কহিলেন, তোমরা অবশ্য আমার বাটীতে পান করিবা, এবং যে বাপটিয়ে আমি বাপ্‌টাইজিত হইতেছি, তাছাতে বাপট্রাইজিত হইবা ; কিন্তু আমার দক্ষিণ পার্শ্বে ও স্বাম পাশ্বে বসিতে আমার দেওয়া নহে, কিন্তু যাহারদের কারণ আমার পিতা হইতে প্রস্তুত হইয়াছে, তাহারদিগকে দেওয়া যাইবে. ২৪ ইহা যখন অন্য দশটা শুনিল, তখন সেই দুই ভুতারদের পুতি তাহারা ক্রোধাবিষ্ট হ ইলেক, ং ৫ কিন্তু য়িস্ত তাহার দিগকে অ্যাপনার নিকটে ডাকিয়া কহিলেন, তোমরা জান হ যে ভিন্নদেশি রদের রাজাগণ তাহার দেৱ উপর রাজত্ব করে, এবং যাহারা মহৎ হয় সে তাহার দের উপর শাসন করে, - ং ৬ কিন্তু তোমারদের মধ্যে এই সম্ভ হইবে না : কিন্তু যে কেছ তোমারদের মধ্যে বড় হইতে চাহে, সে তোমারদের সেবক হউক,