পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, এক রিৎশক্তি অধ্যায় ২৭ ও যে কেহ তোমারদের মধ্যে প্রধান হইতে ইচ্ছা করে সেই তোমারদের দাস হউক, ২৮ যেমত মনুষ্যের পুত্ৰও সেবিত হইতে আইল না, কিন্তু সেৱা করিতে; এবং অনেকের উদ্ধারের মূল্যার্থে আপন গুণ দিতে. ২১ পরে যখন তাহার য়িরিখে হইতে পুস্থান করিতে লাগিল, তথম তাহার পশ্চাতে বড় লোকারণ্য চলিল, ও - এবং দেখ দুই অন্ধ মনুষ্য পথের পার্থে বলিয়া থাকিত, ও যখন তাহারা শুনিল, যে য়িস্ত সেই স্থান দিয়া গমন করিতেছেন, তখন তাহারা চীৎকার করিয়। কহিল, হে পুভেী দাউদের সস্তান, আমারদের উপর কৃপা করুণ, ৩১ কিন্তু লোক সকল তাহারদিগকে ধমকাইল, যে তাহারা চুপ করিয়া থাকে; কিন্তু তাহারা ততোধিক চেচাইতে লাগিল, যে হুে পুভোদাউদের সন্তান, আমারদের উপর দয়া করুণ, ৩ । তখন য়িস্ত ভূকিত হইলেন, ও তাহারদিগকে ডাকিয়া কহিলেন, আমি তোমারদের কারণ কি করিব ? তোমারদের বাণু কি? তাহারা তাহাকে কহিতেছে, হে প্রভো অামারদের চক্ষু যেন থুলিয়া যায়. ৩৩ অতএব য়িওঁ তাহারদের পুতি সকরুণ হইয়া ভাহারদের চক্ষু স্পর্শ করিলেন, এবং তৎক্ষণাৎ তাহার। চক্ষ পাইল, ও তাহার পশ্চাদগমন করিল- o একবিংশতি অধ্যায়। পৱে যখন তাহার য়িরোশলমের নিকট পৌছিতে লাগিল, বীতফাজের সমীপে জৈতুন পৰ্ব্বতে উপস্থিত হইলে তখন য়িত্ত দুই শিষ্যকে কহিলেন, যে