পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/১৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতিউ, একবিংশতি অধ্যায়, ১ । পরে য়িত্ত ঈরের মন্বিয়ে গেলেম, ও মন্দিরের মধ্যে যে সকল ক্রয় বিক্রয় করিতেছিল, তাহাবুদিগকে তিনি বাহির করিয়া দিলেন ; ও বণিকেরদের মেজ ও কপোত ব্যাপারিরদের আসন সকল উলট করিয়া ফেলিয়া দিলেন, ১৩ এবং তাহারদিগকে কহিলে, গুস্থে লিপি আছে যে আমার ঘর পুর্গেমার ঘর কহ যাইবে; কিন্তু তোমরা তাহা চোরের গহ্বর করিয়া দিয়াছ ১ ৪ পরে অন্ধ ও থোড়া লোক তাহার নিকট মন্দিরে আইল, এবং তিনি তাহারদিগকে সুস্থকরিলেন. ১৫ পুধান যাজকেরা ও অধ্যাপকেরা যখন তাহার কৃত আশ্চর্য দেখিল, এবং মন্দিরের মধ্যে ছাওয়ালসকল হোশঅনা দাউদের সন্তাল বলিয়া চেচাইতে শুনিল, তথন তাহারা বিরক্ত হইল, ১৬ এবং তাহাকে বলিল, ইহারা কি বলে, তুমি ন কি শুনিতেছ? য়িস্ত তাহারদিগকে কহিলেন, হাঃ তোমরা কি পাঠ কর নাই, যে ছোট বালক ও স্তনপায়ি শিশুৰ্বদের ಸ್ಟ್ರಿ! হইতে সুমি পুশ স সিদ্ধ করিয়াছ, ১৭ পরে তিনি তাহারদিগকে ছাড়িয়া গিয়া নগর হইতে বীতানীয়ায় গেলেন ; ও সেখানে পুবাস করিলেন, ১৮ এবং রাত্রি পুভাতে নগরে ফিরিয়া আসিতে , , তিনি ক্ষুধাৰ্ত্ত হইলেন. ১১ তাহাতে পথের মধ্যে একটা অঞ্জীর বৃক্ষ দেখিয়া তাড়ার সমীপে গিয় তাহার উপর পত্র ব্যতিরেক কিছু মাত্র ন পাইয় তিনি তাহাকে কহিলেন, আদ্য হইতে তোমাতে ফল কখন ন ধরুক এবং সে আঞ্জীর বৃক্ষ তৎক্ষণাৎ শুকাইয়। গেল, ং c এবং শিষ্যেরা যখন তাহ দেখিল, তখন তাহারণ আশ্চর্য জ্ঞান করিয়া কহিল, আঞ্জীর বৃফট কেমন ত্বরিত শুকাইয়া গিয়াছে,