পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/১৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, একবিংশতি অধ্যায়. ২১ খ্রিস্ত উত্তর করিয়া তাহারদিগকে কহিলেন, সত্য আমি তোমারদিগকে কহি,যদি সন্দেহ না করিয়া তোমর প্রত্যয় কর, তবে এই আঞ্জীর বৃক্ষকে যাহা করা গিয়াছে, তাহা কেবল তোমরা করিব না, কিন্তু যদি তোমরা এই পৰ্ব্বতকে বল যে তুমি সরিয়াগিয়া সমূদূেতে পড়িয়া যাও, তাহা ও হইবে, ২ং এবং যে কিছু তোমরা প্রার্থনা করিয়া চাহ, প্রত্যয় করিলে সকলি পাইবা, ২৩ অনন্তর তিনি মন্দিরে পুৰিষ্ট হইলে পরে শিক্ষাইতে ২ প্রধান যাজকের ও লোকের প্রাচীনের তাছার নিকটে আসিয়া কহিলেক, এসকল কৰ্ম্ম জুমি কি সাথ্যেতে করিতেছ, ও তোমাকে এমত সাধ্য কেব। দিল, ং ৪ তিনি উত্তর করিয়া তাহারদিগকে কহিলেন, আমি ও তোমারদিগকে এক কথা জিজ্ঞাসা করি, তাহ যদি আমাকে বল তবে কি সাধোতে আমি এসকল কৰ্ম্ম করিতেছি তাহা অামি তোমারদিগকে ও কহিব. ং৫ য়োহমনের বাপটিস্ম যে সে কোথা হইতে হইয়াছিল, স্বৰ্গ হইতে কিম্বা মনুষেরদিগ হইতে? তথন তাহারা আপনারদের মধ্যে বিবেচনা করিতে লাগিল, যে আমরা যদি বলি স্বর্গ হইতে তবে সে অামারদিগকে কহিবে, তোমরা তবে কি জন্যে তাহাকে পুতয় করিলা না ? ২৬ কিন্তু যদি আমরা বলি মনুষেরদিগ হইতে, তবে লোক পুতি আমারদের ভয় আছে; কেননা য়োহনকে সকলেই ভবিষ্যদ্বক্তা করিয়া জানে, ২৭ অতএব তাহারা য়িস্তকে পুঙ্গুত্তর দিয়া বলিল, আমরা কহিতে পারি না; তখন তিনি তাহারদিগকে কছিলেন, আমি কি সাধ্যেতে এসকল করিতেছি, তাহা আমি ও তোমারদিগকে কহি ন}.