পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/১৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, দ্বাবিংশতি অধ্যায়, ৪ ত অতএব আমি তোমারদিগকে কহি, যে ঈশ্বরের রাজ্য তোমারদের নিকট হইতে লওয়া যাইবে, এবং যে দেশ তাহার ফলোদ্ভব করিবে, এমন এক দেশকে দেওয়া যাইবে, ৪৪ এবং যে কেহ এই পুস্তরের উপর পড়ে, সে ভগ্ন হইবে; কিন্তু যাহার উপর তাহা পড়ে, সে তাহাকে ধূলাবৎ করিয়া চূৰ্ণ করিবে: ৪৫ এবং প্রধান যাজকের ও ফারিসীরা তাহার দৃষ্টান্ত সকল শুনিলে পরে তাহার বোধ পাইল, যে তিনি তাহার দের বিষয়ে এ কথা কহিয়াছিলেন. ৪৬ কিন্তু যখন তাহারা তাহার উপর হাত দিতে অনুসন্ধান করিল, তখন তাহার লোকেরদের পুতি ভীত হইল, কেনন। তাহারা তাহাকে ভবিষ্যদ্বক্তা করিয়া মানিল, দ্বাবিংশতি অধ্যায়ু এবং য়িস্ত পনরায় উত্তর করিয়া তাহারদিগকে দৃষ্টান্ত কথাতে কহিতে লাগিলেন, যে, ং স্বর্গের রাজ্য এক রাজার মত, যিনি আপন পুত্রের কারণ বিবাহ স্থির করিলেন, ৩ ও নিমন্ত্রিত লোকের দিগকে বিবাহে ডাকিয়া আনিতে আপন ভত্যেরদিগকে প্রেরণ করিলেন; কিন্তু তাহার। আসিতে চাহিল ন}. ৪ পুনশ্চ তিনি অন্যোন্য ভূত্যেরদিগকে পাঠাইয়। কহিলেন, আমন্ত্রিতেরদিগকে কহিয়া দেও, যে দেথ আমি আপন ভূরিভোজ্যের আয়োজন করিয়াছি, আমার বলদ ও হৃষ্ট পুষ্ট সকল মারা গিয়াছে, এর সকল সামগ্রী পুস্তুত হইয়াছে; বিবাহেতে আইস,