পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/১৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতিউ, দ্বীবিংশতি অধ্যায় ই ! হে গুরো, মোশ কছিলেন, যদিস্যাৎ কোন মনুষ্য নিঃসন্তানে মরে, তবে তাহার ভাই তাহার স্ত্রীকে বিৰাহ করিয়া তাহার ভাতার কারণ বংশোদ্ভব করিবে ; ২৫ কিন্তু তামারদের এখানে সাত ভাই ছিল, এবং প্রথমটা এক স্ত্রীকে বিবাহ করিয়া মরিল, এবং তাহার সম্ভাল ন হইলে আপন স্ত্রীকে আপনার ভাতার স্থানে ছাড়িয়া গেল, ২৬ এইমত দ্বিতীয় ও তৃতীয় সপ্ত জন পৰ্যন্ত ও হইল, ২৭ সকলের শেষে সে স্ত্রীও মরিল২৮ অতএব পুনরুত্থানে সে সপ্ত জনের মধ্যে সে কাহার স্ত্রী হইবে ? কেননা সে সকলের ভূক্ত ছিল, ২৯ মিস্ত উত্তর করিয়া তাহারদিগকে কহিলেন, তোমর! গ্রন্থের মৰ্ম্ম ও ঈশ্বরের শক্তি ন জানিয়া ভান্ত হইয়াছ, ৩০ কেমন পুনরুত্থানে তাহারা বিবাহ করে না, বিবাহিত ও হয় না, কিন্তু ঈশ্বরের স্বৰ্গৰ দূতগণের তুল্য হয়. ৩১ কিন্তু মৃতেরদের পুনরুত্থান বিষয়ে যে কথা তোমারদের পুতি ঈশ্বরের উক্ত ছিল, তাহ! কি তোমরা পাঠ কর নাই, ৩ং যে আমি তাবরহামের ঈশ্বর, ও য়িসহাকের ঈশ্বর, ও য়াকবের ঈশ্বর আছি ? ঈশ্বর যিনি তিনি মৃত লোকের ঈশ্বর নহেন, কিন্তু জীবমানেরদের ঈশ্বর. ৩৩ ইহা শুনিয়া লোকারণ তাহার শিক্ষাতে চমৎকৃত झू झैठन. ২৪ কিন্তু যখন ফরিসীরা শুনিল, যে তিনি শাদুর্কীর দিগকে নিরুত্তর করিয়াছিলেন, তখন তাহারা আসিয়া একত্র হুইল.