পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/১৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, ত্রয়োবিংশতি অধ্যায়. ১৮ অপর যে কেহ যজ্ঞকুণ্ডের দিব্য লয় তাহ কিছ নয়; কিন্তু যে কেহ তাহার উপরস্থ দানের দিব্য লইতেছে, সেই দায়গুস্ত আছে, ১৯ হে মূঢ় ও অন্ধ সকল! কোনটা বড়; কি দত্ত বস্তু, কি যজ্ঞ কুণ্ড, যাহাতে দান পবিত্র হয় : ং • অতএব যে কেহ যজ্ঞকুণ্ড লইয়া কিরা করে, সে তাহণ এবং তাছার উপরস্থ সমস্তের কিরা করিতেছে,

  • ১ এবং যে কেহ মন্দির লইয়া কিরা করে, সে তাহা এবং তাছার মধ্যকার নিবাসির কিরা করিতেছে,

ং এৰ যে স্বৰ্গ লইয়। কির) করে,সে ঈশ্বরের লি হাসন ও তাহার উপরে যিনি বসিয়া আছেন, উভয়ের কিরা করিতেছে, ং ৩ হে অধ্যাপক ও ফারিসী কপটি সকল ! ধিক খ তোমারদিগকে; কেননা তোমরা পেদিনার ও গয়ামহরির ও জীরার দশমাংশ দিতেছ, কিন্তু ব্যবস্থার ভারী বিষয়, ন্যায় ও দয়া ও বিশ্বাস এসকল তোমর লঙ্ঘন করিয়াছ; ইহার পালন করা এবং অন্যের লঙ্ঘন না করা তোমারদের কৰ্ত্তব্য ছিল. ং ৪ ওরে অন্ধ পথ পূজ্ঞেরা ! যে মশাকে ছাকিয় ফেল, এবং উটকে গিলিয়) যাও, ২৫ হে অধ্যাপক ও ফারিসী কপটি সকল! ধিক । তোমারদিগকে ; কেননা তোমরা বাটী ও থালীর বাক্তির দিক পবিত্র কর, কিন্তু অভ্যন্তরে দৌরাত্ম্য ও অতি ভোগেতে পূর্ণ ミリr. ২৬ হে অন্ধ ফারিসী ! প্রথমে বাটীর ও থালীর ভিতর পবিত্র কর, তাহাতে যেম তাহার বাহির দিকও পবিত্র হয়,