পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাতিউ, পঞ্চবিংশতি অধ্যায়, ২২ যে জন দুই তোড়া পাইয়াছিল, সেও আসিয়া কহিল, হে মহাশয় আপনি আমার স্থানে দুই তো ড্র সোপিয়াছিলেন, দেখ ভাহা ছাত্ব আমি আর দুই তোড়া লাভ করিয়াছি. . ২৩ তাহার কৰ্ত্ত তাহাকে কহিল, ধন্য ভাল ও বিশ্বাদী ভত্য, তুমি অলপ সামগ্রীতে বিশ্বাসী হইল, আমি তোমাকে বহু সামগ্রীর উপর অধ্যক্ষ করিয়া রাখিব, তুমি আপন পুভুর সুথামোদে পুবেশ করহ. ২৪ তখন সেই যে এক তোড়া পাইয়াছিল, সে আসিয়া কহিল, হে মহাশয়, আমি তোমাকে কঠিন লোক করিয়া জানিলাম, যেখানে তুমি বুনহ নাই সেই থানে কাট, এবং যেখানে তুমি ছড়াও নাই, সেই স্থানে কুড়াইতেহ. ২৫ এব• শঙ্কিত হইয়। অামি যা ইয়। তোমার তোড় ভূমিতে পুঁতিয়া রাথিয়ছি, এই ভূমি দেথ আপনার লও ২৬ তাহার কৰ্ত্ত তাহাকে উত্তর করিয়া কহিল, রে দুষ্ট ও অলস ভূত, জুই জানিলি যে আমি কাটিতেছি যেখানে আমি বুনি নাই, ও কুড়াইতেছি যেখানে আমি ছড়াইনাই, ২৭ অতএব আমার টাকা বণিকেরদের স্থানে দিতে তোর উপযুক্ত ছিল, তবে আমার আইসনে আমি আপনার নিজ সুদ সমেতে পাইতাম ২৮ অতএব তাহা হইতে তোড়া লইয়া যাহার দশ তোড় আছে তাহাকে দেও ২১ কেননা পুতি জন যাহার স্থানেতে অাছে, তাহাকে দেওয়া যাইবে, এবং তাহার বাহুল্য হইবে ; কিন্তু যাহার স্থানে নাই, বরং যে কিছু সে ধারণ করে, তাহাও তাই হইতে লওয়া যাইবে,