পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, তৃতীয় অধ্যায়, ২৩ এবং নজরেত নামেতে এক নগরে গিয় অবস্থিতি করিল তাহতে সেই যেন পূর্ণ হয় যে ভবিষ্যদ্বক্তৃগণের দ্বারা উক্ত ছিল তাহাকে নজরেণ কহিবে, - তৃতীয় অধ্যায়, সেই সময়ানক্রমে য়েস্থশ বাপ্টাইজক য়হুদিয়ায় প্তান্তরে উপস্থিত হইয়। ঘোষণা দিতে লাগিল, ং ও কছিল যে মন ক্রিরাও কেননা স্বর্গের রাজ্য সন্নিকট আছে, ৩ এই সে ব্যক্তি যাহার বিষয়ে য়িশাইয় ভরিয্যদ্বক্ত কছিয়ছিলেন যে পুস্তিরের মধ্যে চীৎকারায়মান এক জনের রব তাছে ঈশ্বরের পথ পুস্তুত করই তাহার সড়ক সকল সমান করহ'. ৪ এই য়েছনের বস্ত্র উটের লোমের কুন ও তাস্থার কোমরে চর্মের পটক বেষ্টিত এবং তাহার ভক্ষ্য পঙ্গপত্র ফড়িঙ্গ ও বনম ছিল, ৫ তখন য়িরোশলম ও সান্ত য়হুদীরা ও যিদনের সুৰ্দ্দিক নিবাসির বাহিরাইয় তাহার নিকটে গেল, ৬ এবং তাহারদের পাপ স্বীকার করিয়া তাছার দ্বারা য়িদিনে বাপ্টাইজিত হইল ৭ কিন্তু অনেক ফারসী ও শাদুকৗরদিগকে তাহার বীপটিয়ে আসিতে দেখিয় তিনি তাহারাদগকে কহিলেন আরে সৰ্পের ছ। সকল তোমারদিগকে আগত কোপ হইতে । পলায়ন করিতে কেটা চেতাইয়া দিয়াছে ? ৮ অতএব মন ফিরাণের উপযুক্ত ফল ফলহ: