পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, ষড়বিংশতি অধ্যায়. ৪৬ এবং ইহারা অনন্ত দণ্ড ভোগে চলিয়া যাইবেঃ কিন্তু পুকৃতার্থকেরা অনন্ত জীবনে. ষড়বিংশতি তাধ্যায় অনন্তর কালানুক্রমে য়িস্ত এ সকল পুসঙ্গ সমাপ্ত । করিলে পরে তিনি ভাপন শিষ্যেরদিগকে কহিতে লাগিলেন, য়ে ং তোমরা জান দুই দিবস পরে পেষাক পৰ্ব্ব হইবে, এবং মনুষ্যপুত্র শেতে হত্যা হওনের কারণ বিশ্বাসঘাতিও হইয়া সমৰ্পিত হইয়াছে, - ৩ তখন কাইয়াফা নামে মহাযাজকের অউ লিকায় গুপ্তান যাজকেরা ও অধ্যাপকের ও লোকেরদের পু চীনের আসিয়া সভা করিল. ৪ এবং য়িস্তকে কিরূপে ফাকীতে ধরিয়া বধ করিতে পারে, তাহ তাছার মন্ত্রণা করিতে লাগিল, ৫ কিন্তু তাহারণ কহিল যে, পৰ্ব্ব সময়ে নয়, কি জানি লোকের মধ্যে গোলমাল বা হয়. ৬ পরে যখন য়িস্তু বিতানিয়ায় শীমন কুষ্ঠির ঘরেতে ছিলেন, ৭ তখন ভোজনে বসিয়া থাকিতে ই এক স্ত্রীলোক অতি মূল্যবান অতি সুগন্ধি তৈল একটা মরমরি পুস্তরের কৌটীয় সঙ্গে করিয়া তাহার নিকটে আসিয়া তাহার মস্তকে ঢালিয়া দিল, ৮ কিন্তু যখন তাহার শিষ্যেরা তাহা দেখ্রিল, তখন তাহারা মনস্তাপিত হইয়া কহিল, যে এই অপব্যয় কিসের কুরিণ2