পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, সপ্তবিংশতি অধ্যায়, ৭ • কিন্তু সে সকলের সাক্ষাতে অস্বীকার করিয়া কছিল, তুমি কি বলিতেছ তাহ। আমি জানি না, ৭ ১ অনন্তর দরুদালানে গেলে পরে তার এক চেঞ্জী তাহাকে দেখিয়া সেখানকার উপস্থিত লোকেরদিগকে কহিল, এই জন ও য়িস্ত নাজারণের সঙ্গে ছিল, ৭ খ এবং সে দিব্য করিয়া পুনরায় অস্বীকার করিল, যে আমি সে মনুষ্যকে জানি না. ৭ ৩ কিঞ্চিৎ কাল পরে সে অাশপাশের লোক আসিয়া পিতরকে কহিল, অবশ্য তুমি তাহারদের মধ্যকার লোক; কেনন। তোমার ভাষা তোমাকে ব্যক্ত করায়, ৭ ৪ তখন সে সপষ্ট বলিতে ও দিব্য করিতে লাগিল, যে আমি সে মনুষ্যকে জানি না; ও তৎক্ষণাৎ কুকড় ধূনি দিল, ৭ ৫ তখন পিতর সে কথা স্মরণ করিল, যে য়িস্ত তাহাকে বলিয়াছিলেন, তুমি কুক্কুটের নির পূৰ্ব্বে আমাকে তিন বার অস্বীকার করিব, এবং সে বাহিরে যাইয়া ভুকুরিয়া হঙ্কান্দিতে লাগিল, সপ্তবিংশতি অধ্যায় রাত্রি প্রভাত হইলে পরে প্রধান যাজকের ও লোকেরদের পুচিীনের য়িস্তকে বধ করিতে তাহার বিপক্ষে মন্ত্ৰণ করিতে লাগিল, ং এবং বাধিলে পরে তাহাকে লইয়া গিয়া পন্তিয়স পীলাত রাজ্যকৰ্ত্তার স্থানে সমৰ্পণ করিল, ৩ কিন্তু য়হুদা যে বিশ্বাসঘাতকি করিয়া তাহাকে ধরাইয়াছিল, যখন সে দেখিল তাহার দণ্ডের নিশ্চয় হইয়াছে, তথন সে সখেদ হইয়। ঐ ত্রিশ থান রূপ প্রধান যাজক ও aাচীন লোবেরুদের স্থানে পুনশ্চ আনিয়া দিয়া কহিল,