পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, সপ্তবিংশতি অন্ধ্যায়. ই আমি পাপ করিয়াছি; কেননা অামি বিশ্বাসঘাতঙ্কি করিয়া নিষগাপি রক্ত সমর্পণ করিয়াছি, তখন তাহার। উত্তর করিল, যে তাহতে আমারদের কি? তুমি তাহা বুদ্ধ, ৫ তখন সেই ত্রিশ স্থান রূপা মন্দিরের মধ্যে ফেলাইয়। দিয়া সে পুস্থান করিল, এবং যাইয় আপনাকে ফাসী দিল, ৬ পরে প্রধান যাজকেরা সেই রূপা থান সকল উঠাইয়া লইয়। কহিল, এ সকল ভাণ্ডারে রাথ। কৰ্ত্তব্য নহে; কেনন। সে রক্তের তুল্য, ৭ অতএব তাহারা মন্ত্রণা করিয়া বিদেশি লোকেরদের কবরস্থানার্থে তাহ দিয়া কুম্ভকারের ভূমি ক্রয় করিল, ৮ এতদৰ্থে সেই ভূমি অগজি পর্যন্ত রক্ত ভূমি কহায়. ১ তখন তাহ পূর্ণ হইল, যে ভবিষ্যদ্বক্ত হইতে উক্ত ছিল, যে তাহারা ত্রিশ থান রূপ সেই বিক্ৰীত জনের মূল্য, যাহাঁকে য়িশরালের সন্তানের বিক্রয় করিল, ১০ তাহ লইয়া কুম্ভকারের ক্ষেত্রের কারণ দিল, যেমত য়িহুহা আমার নিরূপণ করিয়াছিলেন, ১১ তখন য়িস্ত রাজ্যকৰ্ত্তার সাক্ষাতে দাড়াইয় থাকিলেন, এবং রাজ্যকৰ্ত্ত তাহকে জিজ্ঞাসা করিয়া কহলেন, তুমি নাকি য়হুদীরদের রাজা ? য়িস্ত তাহাকে কইলেন, ভূমি কহিয়ুছি, ১ । পরে যখন প্রধান যাজক ও প্রাচীনগণ তাহার অপবাদ কৱিতে লাগিল, তখন তিনি কিছ উত্তর দিলেন না. ১৩ অতএব পীলাত তাহাকে কছিল, ইহার কত অপবাদ তোমার পুতি সাক্ষী দেয়, তুমি কি শুনহ না ? ১ ও কিন্তু তিনি এক কথার উত্তর ও দিলেন না, ডাহাতে দ্রাজ্যক বড়ই আশ্চর্য মানিলেন,