পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, সপ্তবিংশতি অধ্যায়, ং ৪ যথন পীলাত দেখিলেন, যে তিনি কিছু করিতে পারিলেন না, বর গোলমাল হইতে লাগিল, তথন জল লইয়া তিনি লোকারণ্যের সাক্ষাতে আপনার হােত ধুইয়া কছিলেন, আমি এই পুকুতার্থিক ব্যক্তির রক্তেতে নিরপরাধী আছি: তোমরাই তাহা বুঝছ. ং ৫ তখন লোক সকল উত্তর করিয়া কহিলেক, তাহার রক্ত আমারদের উপর, ও অামারদের সন্তানেরদের উপর বৰ্ত্তক, ২৬ তখন সে তাহারদের স্থানে বরাবৰাকে মুক্ত করিয়া ছাড়িয়া দিল, এবং য়িস্তকে কোড়া মারি দেওয়াইয় তাহার কুশ হওনের কারণ সমৰ্পণ করিল, ২৭ তখন রাজ্যকৰ্ত্তার সেনাগণ য়িস্তকে বিচার দালানে লইয়া গেল, এবং তাছার নিকটে সেনার যষ্ঠ সমূহ একত্র করিল, ং ৮ পরে তাহার বস্ত্ৰ খসাইয়া লইয়। তাহার উপর তাহার এক রক্ত বর্ণের রাজবন্ত্র পরাইয়। দিল, ং ৯ এবং এক কাটার মুকুট বনাইয় তাহার মস্তকে রাথিল, ও তাহার দক্ষিণ হাতে বেত দিল; পরে তাছার সম্মুঙ্গে হাটু পাড়িয় তাহাকে হে য়হদীরদের রাজন, নমস্কার ং বলিয়। পরিহাস করতে লাগিল, - ৩০ পরে তাহার উপর যুক ফেলিয়া দিয়া তাহার মন্তকে তাহার বেত মারিল. ৩১ এবং তাহীকে তিরস্কার করিলে পরে তাহা হইতে সেই রাজ বস্ত্ৰ উঠাইয়া লইল, এবং নিজ পরিচ্ছদ পরাইয়। তাহাকে ক্রুশেতে চড়াইয় দিতে তাহকে লইয়া গেল,