পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মতিউ, সপ্তবিংশতি অধ্যায়. ৪ । সে অন্যেরদিগকে পরিত্রাণ করিল, আপনার পরিত্রাণ করিতে পারিল না. যদি সে য়িশরালের রাজা হয়, তবে সে ক্রুশ হইতে এখন নামূক, ও আমরা তাহাকৈ পুত্যু করিব, ৪ ৩ সে ঈশ্বরেতে বিশ্বাস করিল: এrন তো উর্মি তাহার উদ্ধার করুণ, যদি তাহাকে রাখিতে ইচ্ছা করেণ ; কেননা সে কহিল, যে আমি ঈশ্বরের পুত্র ৪৪ এবং যে চোরেরা তাহার সঙ্গে শেতে চড়াল গেল, তাহারাও তাহাকে সেই রূপ নিন্দ করিতে লাগিল, ৪৫ পরে দুই পুহর অবধি তিন পুহর পর্যন্ত দেশ সমুদায় অন্ধকারাবৃত হইল, ৪৬ এবং তিন প্রহর সময়ে য়িস্ত উচ্চৈঃস্বরে চেচাইতে লাগিলেন, ঈলী ই লাম। শাবাকতনী : অর্থাৎ, হে আমার ঈশ্বর হে আমার ঈশ্বর, তুমি কেন আমাকে ছাড়িয়া গিয়াছ, ৪৭ ইহা সে আশপাশ উপস্থিত লোকেরদের কেহ ২ শুনিয়া কহিল, এই মনুষ্য ইলিয়াকে স্মরণ করিতেছে. ৪৮ এবং তাছারদের এক জন শীঘ্ৰ দৌড়িয়া একটুকী সপঞ্জ লইয়া ছিরকায় ভরিয়া দিয় তাহা এক বেতের অগ্রভাগে লাগাইয় তাহাকে পান করিতে দিল, ৪১ অন্য সকল কহিল, থাক ঈলিয় তাহাকে পরিত্রাণ করিতে আসিবেন কি না, আমরা দেখি, - ৫ ও য়িস্ত উচ্চৈঃশব্দে চেচাইয় গুণিত্যাগ করিলেন. ৫ ১ তখন দেথ মন্দিরের পরদ উপর হইতে নামে। পৰ্যন্ত ফাটিয়া গিয়া দুইখান হইল,ও ভূমি কঁাপিতে লাগিল, ও পৰ্ব্বত ফাটিয়া গেল, -