পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/২৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o মতিউ, সপ্তবিংশতি আখ্যায়. ৎ ং এর কবরস্থান উদলা হইয়া গেল, ও অনেক পুণ্য স্বানেরদের গুপ্ত দেহ উঠিল, ৫ ও এবং য়িস্তৱ পুনরুত্থান পরে কবর হইতে বাছি ফ্লাইয়া পূণ্যনগরে গিয়া অনেকেরদের স্থানে দেখা দিলেন, ৫ ৪ ইহার মধ্যে সে শতসেনারপতি ও তাহার সমিভ্যারির যে য়িত্তর প্রতি গুহরী ছিল, তাহার সেই ভূমি কমপ ও যে ই কৰ্ম্ম হইয়াছে, তাহল যথন দেখিল, তথন তাহারা বড় ভীত হইয়া কহিতে লাগিল, সত্য বটে, এই ঈশ্বরের পুত্র ছিলেন, ৫ ৫ এবং সেই থানে অনেক স্ত্রীলোক যে য়ি শুর সেবা করিতে তাহণর পশ্চাৎ হইয় গালিলি হইতে আসিয়াছিল, ও ৬ তাহারা অনেক দূরে থাকিয় দেখিতেছিল, তাহার দের মধ্যে মারিয়া মাগদলেন ও য়াকুব ও যোসের মাতা ও মারিয়া ও জেবদির পুত্রেরদের মাতা ছিল, ৫৭ সন্ধ্যাকাল উপস্থিত হইলে য়ুশফ নামে আরিমাতেয়ার এক ধনবান লোক অাইল, সে আপনি য়িস্তর শিষ্যও ছিল, ৫৮ সেই পীলাতের নিকটে গিয়া য়িস্তর দেহ মাঙ্গিল : তথন পীলাত তাহার দেহ সমৰ্পণ করিতে আজ্ঞা দিলেন. ৫১ এবং য়ুশফ দেহু পাইলে পরে তাছাকে নিৰ্ম্মল কাপড়ে জড়াইয় দিল, ৬ • ও আপন নূতন কবর, যে তিনি পাষাণ পৰ্ব্বতে খনন করিয়াছিলেন, তাহাতে শোয়াইয়। দিল, পরে কবর স্থানের দ্বারে এক মহা পাতর গড়াইয়া দিয়া সে পুস্থান করিল, ৬ ১ এবং সেখানে মারিয়া মাগদলেন ও অন্য মারিয়া কবরস্থানের সম্মুখে বসিয়। থাকিতে ছিল,